অন্তর্জাতিক ডেস্কঃ
স্লোভাকিয়ায় একজন সাংবাদিকের হত্যার পর খুনিদের ধরিয়ে দিতে ১০ লক্ষ ইউরো পুরষ্কার ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। বান্ডিল বান্ডিল ইউরোর নোট সামনে রেখে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাংবাদিক ইয়েন কুচিয়াকের হত্যাকারীদের সম্পর্কে যারাই তথ্য দেবে, তাদের এই অর্থ পুরষ্কার দেয়া হবে।
এর আগে, ২৭ বছরের কুচিয়াক ও তার মেয়ে বন্ধুকে তাদের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। তাদের দু’জনের দেহে একটি করে গুলির ক্ষত রয়েছে। জানা গেছে, স্লোভাকিয়ার রাজনৈতিক মহলের সঙ্গে ইতালিয়ান এন্ড্রাঘেটা মাফিয়ার যোগসূত্র সম্পর্কে অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করার জন্য তৈরি হচ্ছিলেন কুচিয়াক।
এই ঘটনা নিয়ে সে দেশের সংবাদমাধ্যমে ব্যাপক জল্পনা-কল্পনা চলছে। এর আগে স্লোভাকিয়ার বিরোধীদলীয় কয়েকজন রাজনীতিবিদ অভিযোগ করেছেন যে এই হত্যাকাণ্ডের সঙ্গে শাসকদল স্মের এর যোগাযোগ রয়েছে। বিবিসি।