কুমিল্লা কুমিল্লা নিউজ ডট কমের প্রধান বার্তা সম্পাদক সাংবাদিক খালেদ সাইফুল্লাহ সড়ক দুঘর্টনায় আহত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
৪ মে রাত সাড়ে ১০ টায় নগরীর টমছমব্রিজ এলাকায় অটোরিক্সার সাথে বাইকের সংঘর্ষে খালেদ পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। শীর্ষ নিউজ টোয়েন্টির সাবেক স্টাফ রিপোর্টার খালেদ সাইফুল্লাহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলার কেবিনের ৪৯৩ নং কক্ষে চিকিৎসাধীন রয়েছেন।
দুঘর্টনার খবর পেয়ে হাসপাতালে ছুটে গেছেন কুমিল্লা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক হুমায়ন কবির রণি, সাংগাঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন জাকির, প্রচার ও প্রকাশনা সম্পাদক দেলোয়ার হোসাইন আকাঈদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তাওহিদ হোসেন মিঠু, দৈনিক সংবাদ প্রতিদিনের প্রতিনিধি আবু মুছা, সোহরাব সুমন, রাজিব বণিক, মোঃ আলাউদ্দিন, কুমিল্লা টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের কোষাধ্যক্ষ নাসির উদ্দিন শরীফ, চ্যানেল নাইনের প্রতিনিধি তারিকুল ইসলাম শিবলী, শীর্ষ নিউজ টোয়েন্টি ফোরের রেজাউল করিম রাসেল, আরটিভির ক্যামেরাপার্সন সুমন আহমেদ ও রাজনীতিবিদ সালমান সাঈদ প্রমুখ।