মুরাদনগর বার্তা ডেস্কঃ
বাংলাভিশন টিভির সাবেক কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি, মুরাদনগর প্রেস ক্লাবের সাবেক যুগ্ম- সাধারন সম্পাদ ও মুরাদনগর উপজেলার বাখরাবাদ এলাকার ছয়ফুল্লাহকান্দি গ্রামের আব্দুল মতিন মিয়ার ছেলে মোঃ দেলোয়ার হোসেন(৪২) বুধবার দুপুর পোনে ১২.৪৫ মিনিটে ঘোড়াশাল শশুর বাড়ীতে স্ট্রোক করে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলেসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
বুধবার বাদ আসর ঘোড়াশাল প্রথম জানাযা ও বাদ মগরিব নিজ গ্রামের ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাযা শেষে গ্রামের কেন্দ্রিয় কবরস্থানে দাফন করা হয়।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, মুরাদনগর প্রেস ক্লাব, হোমনা উপজেলা প্রেস ক্লাব, মুরাদনগর উপজেলা বিএনপি, বন্ধু সংগঠন ‘মৈত্রি মুরাদনগর’সহ বিভিন্ন সংগঠন সাংবাদিক দেলোয়ার হোসেনের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।