জাতীয় ডেস্কঃ
পাবনায় সাংবাদিকদের মারধরের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমালের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। বুধবার দুপুরে পাবনার আমলী আদালত-১ এ হাজির হয়ে জামিন আবেদন করেন ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমাল। আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম জামিন নামঞ্জুর করেন এবং তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ২৯ নভেম্বর পাবনার রুপপুরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ভূমিমন্ত্রীর ছেলে ও তার ক্যাডার বাহিনীর হামলায় আহত হন সময় টিভি’র পাবনা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ, এটিএন নিউজ’র প্রতিনিধি রিজভী জয়, ডিবিসি নিউজের প্রতিনিধি পার্থ হাসান ও ক্যামেরাপার্সন মিলন হোসেন।
এ ঘটনার গত ৩০ নভেম্বর ঈশ্বরদী উপজেলা যুবলীগ সভাপতি ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমাল ও সাধারণ সম্পাদক রাজিব সরকারের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়। এদিকে, হামলার প্রতিবাদে বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন অব্যাহত রেখেছেন পাবনায় কর্মরত সাংবাদিকরা।