অন্তর্জাতিক ডেস্কঃ
সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা নয়। এমনকি ঘরোয়া আড্ডা বা ‘অফ দ্য রেকর্ড’ কথাবার্তাও নয়। প্রথম দিনেই বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের নতুন সাংসদদের মুখে কুলুপ আঁটার নির্দেশ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
লালকৃষ্ণ আডবানীকে উদ্ধৃত করে মোদি বলেন, ‘দিখাস-ছপাস’-এর লোভ থেকে বাঁচতে হবে। অর্থাৎ টিভিতে দেখানো বা পত্রিকায় ছবি ছাপানোর লোভ করলে চলবে না। মোদির সাবধানবাণী— সংবাদমাধ্যম নানা রকম বিষয়ে বক্তব্যের জন্য অনুরোধ করবে। সব তথ্য যাচাই করে তবেই মন্তব্য করবেন। ‘অফ দ্য রেকর্ড’ আলাপচারিতা বলে কিছু হয় না। কার পকেটে কী যন্ত্র রয়েছে, কেউ জানে না।
আগের মেয়াদে মোদির বিরুদ্ধে অন্যতম অভিযোগ ছিল যে, তিনি সাংবাদিক সম্মেলন করেন না। এ বার বাকিদেরও একই পথে হাঁটার বার্তা দিচ্ছেন তিনি।
সেই সঙ্গে মোদির নির্দেশ, ভিআইপি সংস্কৃতি ছাড়তে হবে। বিমানবন্দরে চেকিং হলে খারাপ লাগলে চলবে না।