খেলাধূলা ডেস্ক:
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আইসিসির নিষিদ্ধের ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ধরণের ঘটনা আর কখনো ঘটবে না সেই প্রত্যাশা করেছেন এই রাজনীতিক।
বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের এক যৌথসভা শেষে বিএনপি মহাসচিব বলেন, ‘সাকিব আল হাসান বাংলাদেশের প্রতিভাবান ক্রিকেট খেলোয়াড়। যে ঘটনা ঘটেছে তা খুবই দুঃখজনক। আশা করব, এ ধরনের ঘটনা আর ঘটবে না।’
বাংলাদেশের ওয়ানডে ও টি- টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে মঙ্গলবার দুইবছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে আইসিসি। জুয়াড়ির কাছ থেকে প্রস্তাবের তথ্য আইসিসি বা বিসিবিকে না জানানোর কারণে তাকে এই শাস্তি দেয়া হয় বলে জানানো হয়েছে। আর এ ঘটনা নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
দেশের সামগ্রিক ক্রীড়াঙ্গনে যে অস্থিরতা চলছে, সেটা দেশের সামগ্রিক অবস্থারই প্রতিফলন বলেই মনে করছেন বিএনপিনেতা ফখরুল।
তিনি বলেন, ‘সরকার যেভাবে দেশ চালাচ্ছে এতে করে কাউকে কোনও জবাবদিহিতা করতে হচ্ছে না। আজ দেশের প্রত্যেকটা ক্রীড়া ফেডারেশনই মানি আর্নিংয়ে প্রতিষ্ঠানে রূপ নিয়েছে।’
‘সব খেলার ক্লাবগুলো এখন অর্থ উপার্জনের পেছনে ছুটছে। সেটা আমরা অভিযানে দেখছি। প্রত্যেকটি ক্লাব ক্যাসিনো চালায়। এটা ক্রিকেট বোর্ড বা ফুটবল ফেডারেশন জানতো না। ক্রীড়ামন্ত্রী জানেন না? অর্থাৎ সরকারের কোনও শাসন নেই। তারা সব জায়গায় ব্যর্থ। দেশে কোনও সুশাসন নেই। এর ফলে এধরনের ঘটনা ঘটছে। ’
সাকিব আল হাসানকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দেওয়া দুই বছরের নিষেধাজ্ঞার শাস্তি সত্যিই দুঃখজনক মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। সাকিব আমাদের দেশের ক্রিকেটের জন্য একজন প্রতিভাবান খেলোয়ার। এই খেলার সঙ্গে তিনি অবিচ্ছেদ্য অংশ।’
‘আমরা আশা করবো, এই ধরনের ঘটনা আর ঘটবে না। আশা করবো, ক্রিকেট অনুরাগী আমাদের আর এ ধরনের ব্যথা দেবেন না। আজকে যারা ক্রিকেটকে ভালোবাসেন তারা ব্যথিত। তারা একবছর সাকিবের খেলা দেখতে পারবেন না।’
ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসিতে বিভিন্ন ধরনের অনিয়ম আছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘যে জুয়াড়িদের কথা বলা হচ্ছে, তাদের সঙ্গে আইসিসিরও সম্পর্ক থাকে। সাকিব একজন বিশ্বমানের অলরাউন্ডার। জানি না তার সঙ্গে এ ধরনের কোনও ঘটনা ঘটেছে নাকি। আশা করি, সাকিব তার পুরনো ফর্ম নিয়ে ফিরে আসবেন, দেশকে জয়ী করবেন।’