খেলাধূলা ডেস্কঃ
সোমবার বাংলাদেশের বিশ্বকাপগামী দলের আনুষ্ঠানিক ফটোসেশনে ছিলেন না সাকিব আল হাসান। তাকে চিঠি দিয়ে ফটোসেশনের কথা জানানো হয়েছিল। এরপর তিনি স্টেডিয়ামে এসেও এই ছবি তোলার আগে চলে যান। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেই খবর প্রকাশ করায় সাংবাদিকদের ওপর যারপরনাই চটেছেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির।
তিনি তার ফেসবুক পেজে লিখেছেন, সাংবাদিকদের ‘ডিনার-লাঞ্চ’ না করানো এবং তাদের সঙ্গে বিশেষ সম্পর্ক না রাখায় সাকিবকে নেতিবাচক খবর হতে হচ্ছে। একই সঙ্গে সাকিব কেনো ফটোসেশনে ছিলেন না, সেটা ব্যাখ্যা দিতে গিয়ে শিশির বলেছেন, বিসিবির পাঠানো চিঠি পড়তে ভুল করেছেন সাকিব।
গতকাল শিশিরের এই প্রতিক্রিয়া জেনে বিসিবি সভাপতি বলেছেন, তিনি বিষয়টা নিয়ে সাকিবের সঙ্গে কথা বলবেন।