ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সারাদেশে সড়কে ঝড়ল ২২ প্রাণ

জাতীয় ডেস্কঃ

সারা দেশে পৃথক সড়ক দুর্ঘটনায় এক পরিবারের পাঁচজনসহ ২২ জন প্রাণ হারিয়েছেন। বুধবার দিনগত রাত ১টা থেকে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জে ছয়জন, সিরাজগঞ্জে পাঁচজন, পাবনায় দুইজন, টাঙ্গাইলে দুইজন, রাজশাহীতে দুইজন, বগুড়া, ময়মনসিংহ, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার ও রাজধানী ঢাকায় একজন করে।

গোপালগঞ্জ : বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিরগাতি এলাকায় বাসের ধাক্কায় মাইক্রোবাসের ছয় যাত্রী নিহত হয়েছে। এসময় আহত আরও হয়েছেন আটজন। কাশিয়ানি উপজেলা থেকে যাত্রী নিয়ে মাইক্রোবাসটি ঢাকায় যাচ্ছিল। পথে মাঝিরগাতি এলাকায় খুলনা থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির বাস ওই মাইক্রোবাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এসময় আহত হন কমপক্ষে ১০ জন। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়।

সিরাজগঞ্জ : বুধবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জের রয়হাটিতে মাইক্রোবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়। এসময় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। রাত ১টার দিকে ধানসিরি পরিবহনের একটি বাস ঢাকা যাচ্ছিল। পথে মহাসড়কের রয়হাটি এলাকায় অপরদিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। অপরদিকে জেলার হাটিকুমরুল-বোনপাড়া সড়কে পৃথক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।

পাবনা : পাবনার ঈশ্বরদীতে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ২টার দিকে পাবনা-রাজশাহী মহাসড়কের মুলাডুলি শেখপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পাবনার আটঘরিয়া উপজেলার দরিনাজিরপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে মোহা. শিপন (২২) ও পাশের গ্রাম আরজতপাড়ার হাবিবুর রহমানের ছেলে আশরাফুল ইসলাম (২৪)।

টাঙ্গাইল : বৃহস্পতিবার সকাল ৮টার দিকে টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলা বাজারে মাইক্রোবাস চাপায় দুই নারী নিহত হয়েছেন। নিহত উভয়ের বাড়ি ধনবাড়ি উপজেলার নিজবর্নি গ্রামে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা থেকে জামালপুরগামী একটি মাইক্রোবসা ধনবাড়ি উপজেলা বাজারে পথচারীদের ওপর উঠিয়ে দেন। এতে ওই দুই নারী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত ডাক্তার দুজনকেই মৃত ঘোষণা করেন।

রাজশাহী : রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন – রাজশাহী নগরীর রামচন্দ্রপুর এলাকার আবদুল লতিফের ছেলে তুষার (৩০) ও নাজমুলের ছেলে শাহীন (৩৫)। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বানেশ্বর ইউনিয়নের পোল্লাপুকুরে এ দুর্ঘটনা ঘটে।

বগুড়া : বগুড়ায় কাহালুতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন পথচারীসহ আরও তিনজন। বৃহস্পতিবার বগুড়া-নওগাঁ সড়কের কাহালুর পোড়াপাড়া এ দুর্ঘটনা ঘটে। নিহত সিহান (২০) আদমদিঘী উপজেলার নশরতপুরের নুরুল ইসলামের ছেলে।

ময়মনসিংহ : বৃহস্পতিবার ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গঙ্গাশ্রম এলাকায়  যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে আবুল বাশার (৪০) নামে একজন নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আরও চারজন। নেত্রকোনার পূর্বধলার শ্যামগঞ্জ গ্রামের আবুল বাশার তার পরিবার নিয়ে অটোরিকশায় করে ঈশ্বরগঞ্জ মেয়ে দেখতে যাচ্ছিলেন। পথিমধ্যে গঙ্গাশ্রম এলাকায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে বাসার ঘটনাস্থলেই একজন নিহত হয়।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বাড়াদি ব্রিজের কাছে মোটরসাইকেলের ধাক্কায় আলমসাধু (শ্যালো ইঞ্জিন চালিত অবৈধ যানবাহন) যাত্রী আজিরন নেছা (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার কামারপাড়া গ্রামের রমজান আলীর স্ত্রী আজিরন নেছা দর্শনা শহর থেকে আলমসাধুযোগে বাড়ি ফিরছিলেন। পথে বাড়াদি ব্রিজের কাছে একই দিক থেকে আসা একটি মোটরসাইকেল আলমসাধুর পিছনের দিক থেকে ধাক্কা দিলে আজিরন নেছা আহত হয়। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতাল নেয়ার পথে তিনি মারা যান।

মৌলভীবাজার : বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ার উপজেলার বরমচালের সিঙ্গুর এলাকায় পিকআপভ্যান ও সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নুরুন্নেছা (৭০) এক বৃদ্ধা নিহত হন। এ ঘটনায় আহত হন ৪ জন।

ঢাকা : রাজধানীর গুলিস্তানে বাসচাপায় জামাল হোসেন (৪০) নামে এক অটোচালক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও চারজন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে গুলিস্তানের জিরো পয়েন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল হোসেনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আহতরা হলেন- ওসমান আলী (৩৫), জাহাঙ্গীর হোসেন (৬০), মুক্তি হাবিবুল্লাহ (৪০) ও মো. জামাল (৬০)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরছেন কায়কোবাদ: স্বাগত জানাতে মুরাদনগরে ব্যাপক প্রস্ততি

সারাদেশে সড়কে ঝড়ল ২২ প্রাণ

আপডেট সময় ০৩:০০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুন ২০১৭
জাতীয় ডেস্কঃ

সারা দেশে পৃথক সড়ক দুর্ঘটনায় এক পরিবারের পাঁচজনসহ ২২ জন প্রাণ হারিয়েছেন। বুধবার দিনগত রাত ১টা থেকে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জে ছয়জন, সিরাজগঞ্জে পাঁচজন, পাবনায় দুইজন, টাঙ্গাইলে দুইজন, রাজশাহীতে দুইজন, বগুড়া, ময়মনসিংহ, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার ও রাজধানী ঢাকায় একজন করে।

গোপালগঞ্জ : বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিরগাতি এলাকায় বাসের ধাক্কায় মাইক্রোবাসের ছয় যাত্রী নিহত হয়েছে। এসময় আহত আরও হয়েছেন আটজন। কাশিয়ানি উপজেলা থেকে যাত্রী নিয়ে মাইক্রোবাসটি ঢাকায় যাচ্ছিল। পথে মাঝিরগাতি এলাকায় খুলনা থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির বাস ওই মাইক্রোবাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এসময় আহত হন কমপক্ষে ১০ জন। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়।

সিরাজগঞ্জ : বুধবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জের রয়হাটিতে মাইক্রোবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়। এসময় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। রাত ১টার দিকে ধানসিরি পরিবহনের একটি বাস ঢাকা যাচ্ছিল। পথে মহাসড়কের রয়হাটি এলাকায় অপরদিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। অপরদিকে জেলার হাটিকুমরুল-বোনপাড়া সড়কে পৃথক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।

পাবনা : পাবনার ঈশ্বরদীতে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ২টার দিকে পাবনা-রাজশাহী মহাসড়কের মুলাডুলি শেখপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পাবনার আটঘরিয়া উপজেলার দরিনাজিরপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে মোহা. শিপন (২২) ও পাশের গ্রাম আরজতপাড়ার হাবিবুর রহমানের ছেলে আশরাফুল ইসলাম (২৪)।

টাঙ্গাইল : বৃহস্পতিবার সকাল ৮টার দিকে টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলা বাজারে মাইক্রোবাস চাপায় দুই নারী নিহত হয়েছেন। নিহত উভয়ের বাড়ি ধনবাড়ি উপজেলার নিজবর্নি গ্রামে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা থেকে জামালপুরগামী একটি মাইক্রোবসা ধনবাড়ি উপজেলা বাজারে পথচারীদের ওপর উঠিয়ে দেন। এতে ওই দুই নারী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত ডাক্তার দুজনকেই মৃত ঘোষণা করেন।

রাজশাহী : রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন – রাজশাহী নগরীর রামচন্দ্রপুর এলাকার আবদুল লতিফের ছেলে তুষার (৩০) ও নাজমুলের ছেলে শাহীন (৩৫)। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বানেশ্বর ইউনিয়নের পোল্লাপুকুরে এ দুর্ঘটনা ঘটে।

বগুড়া : বগুড়ায় কাহালুতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন পথচারীসহ আরও তিনজন। বৃহস্পতিবার বগুড়া-নওগাঁ সড়কের কাহালুর পোড়াপাড়া এ দুর্ঘটনা ঘটে। নিহত সিহান (২০) আদমদিঘী উপজেলার নশরতপুরের নুরুল ইসলামের ছেলে।

ময়মনসিংহ : বৃহস্পতিবার ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গঙ্গাশ্রম এলাকায়  যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে আবুল বাশার (৪০) নামে একজন নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আরও চারজন। নেত্রকোনার পূর্বধলার শ্যামগঞ্জ গ্রামের আবুল বাশার তার পরিবার নিয়ে অটোরিকশায় করে ঈশ্বরগঞ্জ মেয়ে দেখতে যাচ্ছিলেন। পথিমধ্যে গঙ্গাশ্রম এলাকায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে বাসার ঘটনাস্থলেই একজন নিহত হয়।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বাড়াদি ব্রিজের কাছে মোটরসাইকেলের ধাক্কায় আলমসাধু (শ্যালো ইঞ্জিন চালিত অবৈধ যানবাহন) যাত্রী আজিরন নেছা (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার কামারপাড়া গ্রামের রমজান আলীর স্ত্রী আজিরন নেছা দর্শনা শহর থেকে আলমসাধুযোগে বাড়ি ফিরছিলেন। পথে বাড়াদি ব্রিজের কাছে একই দিক থেকে আসা একটি মোটরসাইকেল আলমসাধুর পিছনের দিক থেকে ধাক্কা দিলে আজিরন নেছা আহত হয়। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতাল নেয়ার পথে তিনি মারা যান।

মৌলভীবাজার : বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ার উপজেলার বরমচালের সিঙ্গুর এলাকায় পিকআপভ্যান ও সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নুরুন্নেছা (৭০) এক বৃদ্ধা নিহত হন। এ ঘটনায় আহত হন ৪ জন।

ঢাকা : রাজধানীর গুলিস্তানে বাসচাপায় জামাল হোসেন (৪০) নামে এক অটোচালক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও চারজন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে গুলিস্তানের জিরো পয়েন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল হোসেনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আহতরা হলেন- ওসমান আলী (৩৫), জাহাঙ্গীর হোসেন (৬০), মুক্তি হাবিবুল্লাহ (৪০) ও মো. জামাল (৬০)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।