আন্তর্জাতিক :
করোনা ভাইরাস সংক্রমণে (COVID-19) সারাবিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দু’হাজার ৩৬০ জনে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রিয়েল টাইম স্ট্যাটেস্টিকস ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা যায়।
এতে জানানো হয়, করোনা ভাইরাস সংক্রমণে বর্তমানে বিভিন্ন দেশে মোট ৭৭ হাজার ৮১৬ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন, ২০ হাজার ৯৬৫ জন।
ওয়েবসাইটটির পরিসংখ্যানে জানানো হয়, চিকিৎসাধীন থাকা ৫৪ হাজার ৪৯১ জন রোগীর মধ্যে ১১ হাজার ৫৩৯ জন রোগীর অবস্থা গুরুতর।
করোনা ভাইরাস সংক্রমণে এখন পর্যন্ত চীনে সর্বোচ্চ দু’হাজার ৩৪৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দক্ষিণ কোরিয়ায় দু’জন, জাপানে একজন, হংকংয়ে দু’জন, তাইওয়ানে একজন, ইতালিতে একজন এবং ইরানে চারজনের করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে।
এছাড়া ব্রিটিশ প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসে করোনা ভাইরাস সংক্রমণে দুই জাপানি নাগরিকের মৃত্যু হয়েছে।