জাতীয় ডেস্কঃ
সৎ, যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করতে সার্চ কমিটির কাছে রাজনৈতিক দলগুলোর নাম জমা দেয়ার সময় বেড়েছে।
রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেয়া রাজনৈতিক দল গুলো আগামীকাল মঙ্গলবার বিকাল ৩টা পর্যন্ত সার্চ কমিটির কাছে পাঁচজনের নাম জমা দিতে পারবে। এর আগে নাম নাম জমা দেয়ার শেষ সময় ছিল মঙ্গলবার বেলা ১১টা।
সোমবার বিকাল ৪টার থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সার্চ কমিটির বৈঠকে এ সিন্ধান্ত নেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।