বিনোদন ডেস্ক:
সালমান খানের ভক্তদের জন্য সুখবর আসতে আর বেশি দেরি নেই, খুব শীঘ্রই অনেক দিনের অপেক্ষার অবসান হতে চলছে। আসছে ‘দাবাং ৩’। ধীরে ধীরে সিনেমার বিভিন্ন গানের ভিডিও মুক্তি লাভ করতে শুরু করেছে। এর মধ্যেই ‘দাবাং ৩’-র অন্যতম আকর্ষণ ‘মুন্না বদনাম হুয়া’ ভিডিও টিজার মুক্তিলাভ করেছে। এই গানের টিজারে একেবারেই অন্যরকম দেখাচ্ছে দাবাং খানেক। যদিও গানের সম্পূর্ণ ভিডিও এখনও মুক্তিলাভ করেনি, তবে যে সামান্য ঝলক তার ভক্তরা দেখতে পাচ্ছে, তাতেই তারা খুবই খুশি। এই গানে দর্শকেরা বলিউডের অন্যতম গায়ক বাদশাহ-র র্যাপের সঙ্গে চুলবুল পাণ্ডের যুগল বন্দি দেখতে পাবে।
সালমানের ‘মুন্না বদনাম হুয়া’ দুই ঘণ্টার মধ্যেই দুই লাখের বেশি ভিউয়ার্স লাভ করেছে। কিছুদিন আগেই এই গানের অডিও মুক্তি লাভ করেছিল, সেটাও দর্শকদের যথেষ্ট ভালো লাগে।
এই গান শেয়ার করার সময় সালমান লিখেছিলেন, ‘কমাল খানের কণ্ঠস্বর, বাদশাহের র্যাপ আর চুলবুল পাণ্ডের দাবাংগিরি, শুনুন মুন্না বদনাম হুয়া।’ এর আগে ‘দাবাং ৩’-এর আরও একটি গান মুক্তি লাভ করেছে, তও দর্শকদের খুবই পছন্দ হয়।
প্রসঙ্গত, প্রভুদেবার নির্দেশনায় ‘দাবাং ৩’ সালমান খান ফিল্মস ব্যানারের ছত্রছায়ায় তৈরি হয়েছে। এই সিনেমাতে সালমান খানের সঙ্গে সোনাক্ষি সিনহা-কেও দেখা যাবে। কিচ্চা সুদীপ এবং সাই মাঞ্জেরেকারের মতো অভিনেতারাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ২০১৯ সকলের ২০ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘দিবাং ৩’। এই প্রথম সালমান খানের কোনো সিনেমা ভারতের বিভিন্ন ভাষায় মুক্তিলাভ করতে চলেছে। এই সিনেমা নিয়ে আগে থেকেই তার ভক্তদের মনে যথেষ্ট উৎসুকতা রয়েছে।