ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সাশ্রয়ী মূল্যে সেরা ফোনের স্বীকৃতি পেল হুয়াওয়ে

তথ্যপ্রযুক্তি ডেস্ক:

ভালো মানের ক্যামেরা ও সাশ্রয়ী মূল্যে সেরা স্মার্টফোনের জন্য বিশ্বের শীর্ষ অনলাইন মিডিয়া টেকরাডার এর ‘মোবাইল চয়েস কনজ্যুমার অ্যাওয়ার্ডস-২০১৯’ জিতে নিয়েছে শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে।

সম্প্রতি লন্ডনের ক্যাফে দ্যা প্যারিসে এক জাঁকজঁমকপূর্ণ অনুষ্ঠানে হুয়াওয়ের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। বিশেষজ্ঞ বিচারক এবং ভোক্তাদের ভোটের মাধ্যমে প্রতিবছর সেরা প্রতিষ্ঠানকে বেছে নেয় টেকরাডার। এবারের ১৯তম আসরে উন্নত মানের ক্যামেরার জন্য হুয়াওয়ের পি ৩০ প্রো এবং সাশ্রয়ী দামে সেরা ফোন (২০০ ইউরোর নিচে) বাজারে নিয়ে আসার জন্য হুয়াওয়ে পি স্মার্ট ২০১৯ এ  পুরস্কারে ভূষিত হয়।

হুয়াওয়ে পি স্মার্ট সম্পর্কে আয়োজকরা বলেন,  ‘‘নান্দনিক ডিজাইন এবং পরিমিত স্টোরেজসহ সাশ্রয়ী মূল্যে বাজারে ছাড়ার জন্য হুয়াওয়ের পি স্মার্ট ২০১৯ প্রশংসা কুঁড়িয়েছে।’’

আর হুয়াওয়ে পি৩০ প্রো সম্পর্কে তারা বলেন, ‘‘আপনারা অনেকেই ভাবতে পারেন, একটি ফোনে চারটি ক্যামেরা ব্যবহার বিজ্ঞাপনের কৌশল হতে পারে। কিন্তু প্রযুক্তির সাহায্যে অসাধারণ ক্যামেরা তৈরি করে মান নিশ্চিতের বিষয়টি দেখিয়ে দিয়েছে হুয়াওয়ে।’’

এর আগে ২০১৬ সালে ভালো ক্যামেরার জন্য হুয়াওয়ের পি৯ এবং ২০১৮ সালে হুয়াওয়ে পি২০ এ পুরস্কার জিতে নেয়। চলতি বছর বাজারে আসার পর এখন পর্যন্ত ১ কোটি ৭০ লাখের উপর বিক্রি হয়েছে পি৩০ সিরিজের জনপ্রিয় এ ফোন। মার্চের পর ফোনটির সর্বশেষ সংস্করণ আসে গত সেপ্টেম্বরে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের খরচ নিয়ে সুখবর

সাশ্রয়ী মূল্যে সেরা ফোনের স্বীকৃতি পেল হুয়াওয়ে

আপডেট সময় ০৪:০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০১৯

তথ্যপ্রযুক্তি ডেস্ক:

ভালো মানের ক্যামেরা ও সাশ্রয়ী মূল্যে সেরা স্মার্টফোনের জন্য বিশ্বের শীর্ষ অনলাইন মিডিয়া টেকরাডার এর ‘মোবাইল চয়েস কনজ্যুমার অ্যাওয়ার্ডস-২০১৯’ জিতে নিয়েছে শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে।

সম্প্রতি লন্ডনের ক্যাফে দ্যা প্যারিসে এক জাঁকজঁমকপূর্ণ অনুষ্ঠানে হুয়াওয়ের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। বিশেষজ্ঞ বিচারক এবং ভোক্তাদের ভোটের মাধ্যমে প্রতিবছর সেরা প্রতিষ্ঠানকে বেছে নেয় টেকরাডার। এবারের ১৯তম আসরে উন্নত মানের ক্যামেরার জন্য হুয়াওয়ের পি ৩০ প্রো এবং সাশ্রয়ী দামে সেরা ফোন (২০০ ইউরোর নিচে) বাজারে নিয়ে আসার জন্য হুয়াওয়ে পি স্মার্ট ২০১৯ এ  পুরস্কারে ভূষিত হয়।

হুয়াওয়ে পি স্মার্ট সম্পর্কে আয়োজকরা বলেন,  ‘‘নান্দনিক ডিজাইন এবং পরিমিত স্টোরেজসহ সাশ্রয়ী মূল্যে বাজারে ছাড়ার জন্য হুয়াওয়ের পি স্মার্ট ২০১৯ প্রশংসা কুঁড়িয়েছে।’’

আর হুয়াওয়ে পি৩০ প্রো সম্পর্কে তারা বলেন, ‘‘আপনারা অনেকেই ভাবতে পারেন, একটি ফোনে চারটি ক্যামেরা ব্যবহার বিজ্ঞাপনের কৌশল হতে পারে। কিন্তু প্রযুক্তির সাহায্যে অসাধারণ ক্যামেরা তৈরি করে মান নিশ্চিতের বিষয়টি দেখিয়ে দিয়েছে হুয়াওয়ে।’’

এর আগে ২০১৬ সালে ভালো ক্যামেরার জন্য হুয়াওয়ের পি৯ এবং ২০১৮ সালে হুয়াওয়ে পি২০ এ পুরস্কার জিতে নেয়। চলতি বছর বাজারে আসার পর এখন পর্যন্ত ১ কোটি ৭০ লাখের উপর বিক্রি হয়েছে পি৩০ সিরিজের জনপ্রিয় এ ফোন। মার্চের পর ফোনটির সর্বশেষ সংস্করণ আসে গত সেপ্টেম্বরে।