অন্তর্জাতিক ডেস্কঃ
সিডনিতে সন্ত্রাসী হামলা পরিকল্পনায় জড়িত থাকার দায়ে পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে অস্ট্রেলিয়ার একটি আদালত।
ষড়যন্ত্রকারী দলের নেতা খালিদকে একজন ভয়ংকর সন্ত্রাসী হিসেবে বর্ণনা করে আদালত তাকে ২২ বছর ৬ মাসের কারাদণ্ড প্রদান করে। বাকি চারজনকে প্রদান করে ৯ থেকে ১৮ বছরের কারাদণ্ড। শুক্রবার এ রায় ঘোষণা করা হয়।
আদালতের শুনানিতে বলা হয়, চক্রান্তে জড়িতরা হামলার জন্য অস্ত্র ও গুলি সংগ্রহ করেছিল। দণ্ডাদেশ প্রাপ্তদের মধ্যে সুলাইমান খালিদ (২২), জিবরিল আলমাউয়ি (২৪) এবং ১৭ বছরের এক কিশোরকে সরাসরি হামলা চালানোর চক্রান্তে জড়িত থাকায় দোষী সাব্যস্ত করা হয়। অপর দুইজন মুহাম্মদ আলমাউয়ি (২২) এবং ফরহাদ সাইদকে (২৫) দায়ী করা হয় অধিকতর সহজ উপায়ে হামলা চালানোর নথি তৈরির জন্য।
নিউ সাউথ ওয়েলসের পুলিশ ২০১৪ সালে হামলার পরিকল্পনাটি নস্যাৎ করে দেয়। সিডনিতে অবস্থিত অস্টেলিয়ান ফেডারেল পুলিশ ভবন এবং একটি কারাগারে হামলার পরিকল্পনা করেছিল চক্রটি।