ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সিদ্ধার্থকে ছাড়ার কথা বরুণকে জানালেন আলিয়া!

????????????????????????????????????

বিনোদন ডেস্কঃ
আলিয়া ভাট এবং সিদ্ধার্থ মালহোত্রার বিচ্ছেদ নিয়ে জল্পনা চলছেই। তার মধ্যে আলিয়া নিজেই বরুণ ধাওয়ানকে জানিয়ে দিলেন, তারা (আলিয়া-সিদ্ধার্থ) আর একসঙ্গে নেই!
ঘটনাটা ঘটেছে ‘বদ্রীনাথ কি দুলহনিয়া’র শুটিং চলাকালীন। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর সময় থেকেই সিদ্ধার্থ, বরুণ এবং আলিয়া রীতিমতো বন্ধু। স্বাভাবিকভাবেই সিদ্ধার্থকে নিয়ে আলিয়ার পিছনে লাগতে ছাড়তেন না বরুণ। আলিয়াও মজাই পেতেন।
কিন্তু একদিন শুটিংয়ের ফাঁকে বরুণ যখনই সিদ্ধার্থের কথা আলিয়াকে বলেন, নায়িকা চটে লাল! বলেই বসেন, ‘একদম সিদ্ধার্থকে নিয়ে আমায় কিছু বলবে না। আমরা আর সম্পর্কে নেই।’
বরুণ তো অবাক! কিন্তু তারপর থেকে আলিয়ার সামনে আর সিদ্ধার্থের নামও করেননি। বরুণের বান্ধবী নাতাশা দালাল নাকি আলিয়ার ব্রেক-আপের কথা জানার পর থেকে একটু ঘাবড়ে গেছেন। বরুণ-আলিয়ার বন্ধুত্ব পাছে অন্য দিকে গড়ায়, সেই ভয় থেকেই বোধহয় এই ঘাবড়ে যাওয়া!
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সিদ্ধার্থকে ছাড়ার কথা বরুণকে জানালেন আলিয়া!

আপডেট সময় ০২:০৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০১৬
বিনোদন ডেস্কঃ
আলিয়া ভাট এবং সিদ্ধার্থ মালহোত্রার বিচ্ছেদ নিয়ে জল্পনা চলছেই। তার মধ্যে আলিয়া নিজেই বরুণ ধাওয়ানকে জানিয়ে দিলেন, তারা (আলিয়া-সিদ্ধার্থ) আর একসঙ্গে নেই!
ঘটনাটা ঘটেছে ‘বদ্রীনাথ কি দুলহনিয়া’র শুটিং চলাকালীন। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর সময় থেকেই সিদ্ধার্থ, বরুণ এবং আলিয়া রীতিমতো বন্ধু। স্বাভাবিকভাবেই সিদ্ধার্থকে নিয়ে আলিয়ার পিছনে লাগতে ছাড়তেন না বরুণ। আলিয়াও মজাই পেতেন।
কিন্তু একদিন শুটিংয়ের ফাঁকে বরুণ যখনই সিদ্ধার্থের কথা আলিয়াকে বলেন, নায়িকা চটে লাল! বলেই বসেন, ‘একদম সিদ্ধার্থকে নিয়ে আমায় কিছু বলবে না। আমরা আর সম্পর্কে নেই।’
বরুণ তো অবাক! কিন্তু তারপর থেকে আলিয়ার সামনে আর সিদ্ধার্থের নামও করেননি। বরুণের বান্ধবী নাতাশা দালাল নাকি আলিয়ার ব্রেক-আপের কথা জানার পর থেকে একটু ঘাবড়ে গেছেন। বরুণ-আলিয়ার বন্ধুত্ব পাছে অন্য দিকে গড়ায়, সেই ভয় থেকেই বোধহয় এই ঘাবড়ে যাওয়া!