খেলাধূলা ডেস্কঃ
তিন ম্যাচ টি-২০ সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ২৭ রানে হারিয়েছে সফরকারী পাকিস্তান। সিরিজের আগের দুই ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সিরিজ নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। তবে বুধবার দিবাগত রাতের তৃতীয় ও শেষ ম্যাচ জেতায় শেষ পর্যন্ত হোয়াইটওয়াশ এড়াতে সক্ষম হলো পাকিস্তান।
১৬৯ রানের জয়ের লক্ষ্যে শুরুতেই বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা। ৩০ রান করতেই তিন উইকেট হারিয়ে বসে প্রোটিয়ারা। একই ধারাবাহকতায় ৮০ রানে ৬ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে তারা। ভ্যান ডান ডুসেনের ৩৫ বলে ৪১ রান ছিলো টপ-অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে ইনিংস সর্বোচ্চ।
দলের ওপেনার থেকে টপ-অর্ডার ও মিডল-অর্ডারের সবাই একে একে ব্যর্থ হলেও সাত নম্বরে নেমে দুর্দান্ত একটি ইনিংস খেলেন ক্রিস মরিস। ৫টি চার ও ৩টি ছক্কায় মাত্র ২৯ বলে ৫৫ রান করেন তিনি। তার ঝড়ো ইনিংসে ভর করেই বড় ব্যবধানে হারের মুখ থেকে রক্ষা পায় দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৪১ রানে শেষ হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস।
পাকিস্তানের মোহাম্মদ আমির তুমে নেন তিনটি উইকেট। ম্যাচ সেরা হয়েছেন পাকিস্তানের শাদাব খান, সিরিজ সেরা দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। এই টি-২০ লড়াইয়ের আগে তিন ম্যাচের টেস্ট সিরিজ ৩-০, পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিলো দক্ষিণ আফ্রিকা।