জাতীয় ডেস্কঃ
কুড়িগ্রাম জেলার রৌমারী সীমান্তে ও ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছে।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে গিয়ে বিএসএফ ’র গুলিতে জসিম মন্ডল ( ২৬ ) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলার দর্শনাতে।
বৃহষ্পতিবার রাতে ৩টার দিকে ভারতের অভ্যন্তরে হাজরাখাল এলাকায় এ ঘটনা ঘটেছে।
বিজিবি’র ঝিনাইদহের খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল তাজুল ইসলাম জানান, নিহত জসিম মন্ডল সীমান্ত পার হয়ে ভারতের ৮’শ গজ অভ্যন্তরে হাজরাখাল এলাকায় প্রবেশ করে। এ সময় সে বিএসএফ’র নদীয়া জেলার হাজরাখাল ক্যাম্পের একটি টহল দলের সামনে পড়ে। বিএসএফ তাকে থামতে বলে। পালানোর চেষ্ঠা করলে বিএসএফ তাকে গুলি করে।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ ভারতের হাসখালী থানায় রয়েছে। পোষ্টমর্টেমের পর ফ্লাগ মিটিং এর মাধ্যমে লাশ ফেরত দেওয়া হবে বলে বিজিবি কর্মকর্তা জানান। বিজিবি বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দিয়েছে।
অন্যদিকে কুড়িগ্রাম রৌমারি উপজেলার গয়টাপাড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে দুখু মিয়া (২৮) সামে এক গরুর ব্যবসায়ী নিহত হয়েছন। শুক্রবার সকালে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২ এর কাছে এই ঘটনা ঘটে।