জাতীয় ডেস্কঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যদি জনগণের শক্তিকেই বিশ্বাস করে থাকেন, তাহলে একবার দয়া করে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচনের ব্যবস্থা করুন, তখনই বোঝা যাবে জনগণের আস্থা কার ওপর আছে।
সোমবার দুপুরে নযাপল্টনে পাবনা জাতীয়তাবাদী ছাত্র ফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
রিজভী বলেন, ‘সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন-বিএনপির ওপর জনগণের আস্থা নেই। কিন্তু জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন জোটের এমপিরা বলেছেন শতকরা ৯০ ভাগ লোক আওয়ামী লীগের বিপক্ষে। তাহলে জনগণ কোনটা বিশ্বাস করবে? প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিতীয় বারের বাকশালী শাসনে ফ্যাসিবাদের নব্য সংস্করণ এখন যে বিভৎস রূপ ধারণ করেছে তাতে নির্বাচন, ভোটসহ সারা দেশের সকল গণতান্ত্রিক ব্যবস্থা লণ্ডভণ্ড। জনগণকে ভোগ করতে হচ্ছে এক নারকীয় দুঃশাসনের তীব্র যন্ত্রণা।’
তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশের জনগণের শক্তিকে কী বিশ্বাস করেন? তিনি জনগণকে তো অনেক আগেই ত্যাজ্য করেছেন, যদি তিনি জনগণের শক্তিকেই বিশ্বাস করে থাকেন তাহলে একবার দয়া করে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচনের ব্যবস্থা করুন, তখনই বোঝা যাবে জনগণের আস্থা কার ওপর আছে। আওয়ামী লীগ ক্ষমতা হাতে পেলেই জনগণের অধিকারকে আর সুনজরে দেখে না। এরা জনগণের সকল অধিকার কেড়ে নিয়ে দেশবাসীকে হতভাগাতে পরিণত করতেই উঠেপড়ে লাগে।’
ইত্তেফাক