ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সুয়ারেজের নতুন ঠিকানা মার্কিন সকার লিগ!

খেলাধূলা ডেস্ক:

স্বর্ণসময়ের শেষ প্রান্তে চলে আসা লুইস সুয়ারেজের জায়গা পূরণ নিয়ে ইতোমধ্যেই যথেষ্ট দুশ্চিন্তায় বার্সেলোনা। সেই দুশ্চিন্তার মাত্রা আরো একধাপ বাড়িয়ে দিলেন উরুগুয়ে জাতীয় দলে খেলা সুয়ারেজের সতীর্থ নিকো লোদেইরো। মার্কিন সকার লিগে সিয়াটল সাউন্ডার্সের হয়ে খেলেন লোদেইরো। তাঁর দাবি, সুয়ারেজের মার্কিন লিগে আসা এখন সময়ের ব্যাপার মাত্র!

লোদেইরোর সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব বার্সা ফরোয়ার্ডের। বন্ধুর কাছে শুনেই লোদেইরো বলছেন, হয়তো আগামী কিংবা পরের মৌসুমেই এমএলএসে খেলব দুজনে। তিনি দাবি করেন, সুয়ারেজ সবসময়ই আমাকে এমএলএস নিয়ে প্রশ্ন করে। সে এখানে আসতে খুব আগ্রহী।

এ জন্য অগ্রিম বার্সেলোনাকে রাজি করানোর পরামর্শও দিয়েছেন লোদেইরো। লোদেইরো বলেন, সে সবসময় বার্সাতে খেলতে চেয়েছে এবং খেলেছে। খেলে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। তবে আগে-পরে সে এমএলএসেই আসবে। আশা করি সিয়াটল সাউন্ডার্সের হয়ে খেলবে। আমার মতে, এটা কেবল সময়ের ব্যাপার মাত্র।

বার্সার সঙ্গে ২০২১ পর্যন্ত চুক্তি আছে সুয়ারেজের। নতুন চুক্তির কোনো সম্ভাবনাও নেই। তাই আগেভাগেই নিজের পরবর্তী ঠিকানা খোঁজা শুরু করে দিয়েছেন উরুগুইয়ান ফরোয়ার্ড।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ

সুয়ারেজের নতুন ঠিকানা মার্কিন সকার লিগ!

আপডেট সময় ০২:৪৩:০৮ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০১৯

খেলাধূলা ডেস্ক:

স্বর্ণসময়ের শেষ প্রান্তে চলে আসা লুইস সুয়ারেজের জায়গা পূরণ নিয়ে ইতোমধ্যেই যথেষ্ট দুশ্চিন্তায় বার্সেলোনা। সেই দুশ্চিন্তার মাত্রা আরো একধাপ বাড়িয়ে দিলেন উরুগুয়ে জাতীয় দলে খেলা সুয়ারেজের সতীর্থ নিকো লোদেইরো। মার্কিন সকার লিগে সিয়াটল সাউন্ডার্সের হয়ে খেলেন লোদেইরো। তাঁর দাবি, সুয়ারেজের মার্কিন লিগে আসা এখন সময়ের ব্যাপার মাত্র!

লোদেইরোর সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব বার্সা ফরোয়ার্ডের। বন্ধুর কাছে শুনেই লোদেইরো বলছেন, হয়তো আগামী কিংবা পরের মৌসুমেই এমএলএসে খেলব দুজনে। তিনি দাবি করেন, সুয়ারেজ সবসময়ই আমাকে এমএলএস নিয়ে প্রশ্ন করে। সে এখানে আসতে খুব আগ্রহী।

এ জন্য অগ্রিম বার্সেলোনাকে রাজি করানোর পরামর্শও দিয়েছেন লোদেইরো। লোদেইরো বলেন, সে সবসময় বার্সাতে খেলতে চেয়েছে এবং খেলেছে। খেলে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। তবে আগে-পরে সে এমএলএসেই আসবে। আশা করি সিয়াটল সাউন্ডার্সের হয়ে খেলবে। আমার মতে, এটা কেবল সময়ের ব্যাপার মাত্র।

বার্সার সঙ্গে ২০২১ পর্যন্ত চুক্তি আছে সুয়ারেজের। নতুন চুক্তির কোনো সম্ভাবনাও নেই। তাই আগেভাগেই নিজের পরবর্তী ঠিকানা খোঁজা শুরু করে দিয়েছেন উরুগুইয়ান ফরোয়ার্ড।