বিনোদন:
নদিয়ার রানাঘাট স্টেশনের প্ল্যাটফর্মে বসে লতা মঙ্গেশকরের ‘এক প্যায়ার কা নাগমা হ্যায়’ গানটি গেয়ে ইতিমধ্যেই স্টার রানু মণ্ডলকে গান রেকর্ডের সুযোগ করে দিলেন জনপ্রিয় বলিউড গায়ক হিমেশ রেশমিয়া। হিমেশের পরবর্তী ছবি ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’ এ তিনি প্লে-ব্যাক সিঙ্গার হিসেবে গান করেন। সেই গানের রেকর্ডের ভিডিও বৃহস্পতিবার রাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন হিমেশ রেশমিয়া।
আসছে হিমেশের পরবর্তী ছবি ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’। এতে ‘তেরি মেরি কহানি’ গানটি রেকর্ড করা হয়েছে রানুর গলায়। হিমেশ সেই গানের রেকর্ডের ভিডিও বৃহস্পতিবার রাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন। কয়েক ঘণ্টার মধ্যে সেই ভিডিও দেখে ফেলেছেন প্রায় ২ লাখ মানুষ।
হিমেশ বলেছেন, ‘‘সালমান ভাইয়ের বাবা সেলিম চাচা আমাকে এক বার বলেছিলেন, জীবনে যখনই কোনও প্রতিভাবানের খোঁজ পাবে তখন তার প্রতিভার বিকাশের জন্য সাহায্য করবে।’’ রানুকে দিয়ে গান রেকর্ড করিয়ে সালমানের বাবার দেয়া উপদেশের তিনি সদ্ব্যবহার করলেন বলে জানিয়েছেন হিমেশ।