অন্তর্জাতিক ডেস্কঃ
ডেনমার্কে দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৬ জন। সেতুর ওপর দুটি যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসির।
গ্রেট বেল্ট ব্রিজ নামে পরিচিত ডেনমার্কের এই সেতু জিল্যান্ডের আইল্যান্ড এবং ফুনেনের মধ্যে সংযোগ তৈরি করেছে। ভয়াবহ এই দুর্ঘটনার পরই বন্ধ করে দেওয়া হয় সেতুটি। আটকে পড়া মানুষকে বের করে আনা হচ্ছে।
রেল বিভাগের কর্মকর্তারা জানান, ঝড়ের কবলে বলে ট্রেন দুটির মধ্যে সংঘর্ষ হয়। এতে দুটি ট্রেনই ভেঙে পড়ে। যাত্রীবাহী ট্রেনটি ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের দিকে যাচ্ছিল।
ট্রেনের ভেতরে আটকা পড়া কমপক্ষে ১০০ জনকে উদ্ধারে কাজ করছে দমকল কর্মীরা।
ডেনমার্কের প্রেসিডেন্ট লার্স লামুসেন টুইটারে বলেন, ‘মানুষগুলো ক্রিসমাসের ছুটি শেষ করে ফিরছিলেন। এখন সবার জীবন ভেঙে পড়লো। আমরা স্তম্ভিত।