আন্তর্জাতিক:
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আজাদ কাশ্মীরে ভারতের যে কোনও সামরিক পদক্ষেপ নেয়া হলে, এর কড়া দেয়া হবে। বুধবার আজাদ কাশ্মীর আইনসভার বিশেষ অধিবেশনে ভাষণকালে এ হুঁশিয়ারি দেন তিনি।
ইমরান খান বলেন, “আমাদের কাছে তথ্য রয়েছে এবং আমাদের দুটি জাতীয় সুরক্ষা কমিটির (এনএসসি) বৈঠক হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী পুরো জানে যে ভারত আজাদ কাশ্মীর নিয়ে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করেছে। পুলওয়ামার পরে তারা বালাকোটে যে ব্যবস্থা নিয়েছিল, তার মতো আমাদের তথ্য অনুসারে, তারা এখন আরও ভয়াবহ পরিকল্পনা করেছে।’’
তিনি বলেন, “অধিকৃত কাশ্মীর থেকে বিশ্বের মনোনিবেশ সরিয়ে নিতে তারা আজাদ কাশ্মীরে পদক্ষেপ নিতে চায়।”
পাকিস্তানি প্রধানমন্ত্রী মোদীকে সম্বোধন করে বলেন: “এটি আমার কাছে আপনার বার্তা: আপনি পদক্ষেপ নিন এবং প্রতিটি ইটের জবাব পাটকেল দিয়ে দেয়া হবে।”
তিনি বলেন, “সেনাবাহিনী প্রস্তুত; কেবল সেনাবাহিনী নয় গোটা জাতি আমাদের সেনাবাহিনীর পাশাপাশি লড়াই করবে। মুসলমানরা যখন স্বাধীনতার পক্ষে লড়াই করেছে, তখন তারা বৃহত্তম সেনাবাহিনীকেও পরাজিত করেছে।’’