এম কে আই জাবেদঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের ২ দিন ব্যাপী বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মঙ্গলবার সকালে শেষ হয়েছে।
এতে ধর্মপ্রাণ মুসলমানদের ঢল নামে। মহান আল্লাহ রাব্বুল আলামীনের নৈকট্য লাভের আশায় প্রত্যন্ত এলাকা থেকে আল্লাহ ভীরু ও রাসূলপ্রেমিকগণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হন। নিজের ও আহল আওলাদের গুনাহ খাতা মাফের জন্য এবং দেশ-জাতির ইহকালীন ও পরকালীন সার্বিক কল্যাণ কামনা করে অনুষ্ঠিত আখেরী মুনাজাতে কান্নার রোল পড়ে যায়। সেই সময় সোনাকান্দা দরবার এবং এর আশপাশের এলাকায় এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়।
মোনাজাত চলাকালে লাখো মুসল্লীদের আমিন আমিন ধ্বনির মাধ্যমে বাংলাদেশ ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করেন।
এতে দরবারের আশিকীন, যাকেরীন, মুহিব্বীন ও খলিফাবৃন্দসহ দেশ-বিদেশের অসংখ্য ওলামায়ে কেরাম, দেশ-বরেণ্য পীর-মাশায়েখ, বিভিন্ন পেশাজীবীর প্রায় লক্ষাধিক লোক উপস্থিত ছিলেন। আখেরী মোনাজাত পরিচালনা করেন মোনজাত পরিচালনা সোনাকান্দা দরবার শরীফের পীর ও বাংলাদেশ তা’লীমে হিযবুল্লাহর কেন্দ্রীয় আমীর শাহ সুফী আলহাজ্ব হয়রত মাওলানা মোহাম্মদ মাহমুদুর রহমান।