ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সোফিয়ার ছোট বোন আসছে!

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ

যন্ত্রমানবী সোফিয়াকে যাদের ভালো লাগে, তাদের জন্য সুখবর আছে। এবার আপনার পরিবারের অংশ হতে বাজারে আসছে ‘লিটল সোফিয়া’, যাকে বলা হচ্ছে সোফিয়ার ছোট বোন!

নেচে দেখানো কিংবা কৌতুক শোনানোর বাইরেও অন্য কাজ করতে পারবে সোফিয়া। চাইলেই লিটল সোফিয়াকে আপনি আপনার পরিবারের সদস্য করে নিতে পারবেন।

গত বছরের শেষের দিকে, সোফিয়ার জন্মদাতা প্রতিষ্ঠান হ্যানসন রোবটিক্স পরিবারের সদস্য একজন বৃদ্ধি পেয়েছে, যখন সোফিয়া দ্য টুনাইট শোতে উপস্থিত হয়ে তার ছোট বোনের সঙ্গে দুনিয়াকে পরিচয় করিয়ে দেয়।

১৪ ইঞ্চি উচ্চতার ছোট্ট সোফিয়ার আছে জাপানি অ্যানিমেশন ছবির চরিত্রের মতো চোখ। আছে একটি রুপালি দেহ এবং টাকমাথা, যা তার বড় বোন সোফিয়ার মতোই স্বচ্ছ। সোফিয়ার মতো এই যন্ত্রমানবীরও আছে গান গাওয়া, হাঁটা–চলা, নাচানাচি, মুখ চেনা এবং কৌতুক শোনানোর প্রতিভা। তবে এই ছোট্ট সোফিয়ার মূল কাজটা হবে আরও শিক্ষণীয়।

কিকস্টার্টার কোম্পানির বিশেষ প্রচারণার তথ্যমতে, ছোট্ট সোফিয়ার থাকবে এমন একটি অ্যাপ, যার মাধ্যমে ৭ থেকে ১৩ বছরের শিশুদের মতো সুনির্দিষ্ট ব্যবহারকারীদের দ্বারা প্রোগ্রামিং করে তাকে ইচ্ছামতো নিয়ন্ত্রণ করা যাবে।

প্রচারণায় বলা হয়, ‘আমরা বিশ্বাস করি, শিশুদের, বিশেষ করে ছোট মেয়েদের মজার ছলে, নিরাপদে, উৎসাহব্যঞ্জক ও পারস্পরিক ক্রিয়াশীল পদ্ধতিতে “এসটিইএম” (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত), কোডিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বিষয়গুলো পরিচয় করিয়ে দিতে সহায়ক ভূমিকা রাখবে লিটল সোফিয়া।’

এদিকে অর্ডার দেওয়ার সময়ের ওপর ভিত্তি করে একটি লিটল সোফিয়ার দাম পড়বে ৯৯ থেকে ১৪৯ মার্কিন ডলার। এ বছর ডিসেম্বরেই লিটল সোফিয়াকে ব্যবহারকারীর দোরগোড়ায় পৌঁছে দিতে চায় হ্যানসন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের খরচ নিয়ে সুখবর

সোফিয়ার ছোট বোন আসছে!

আপডেট সময় ১১:৫৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৯
তথ্যপ্রযুক্তি ডেস্কঃ

যন্ত্রমানবী সোফিয়াকে যাদের ভালো লাগে, তাদের জন্য সুখবর আছে। এবার আপনার পরিবারের অংশ হতে বাজারে আসছে ‘লিটল সোফিয়া’, যাকে বলা হচ্ছে সোফিয়ার ছোট বোন!

নেচে দেখানো কিংবা কৌতুক শোনানোর বাইরেও অন্য কাজ করতে পারবে সোফিয়া। চাইলেই লিটল সোফিয়াকে আপনি আপনার পরিবারের সদস্য করে নিতে পারবেন।

গত বছরের শেষের দিকে, সোফিয়ার জন্মদাতা প্রতিষ্ঠান হ্যানসন রোবটিক্স পরিবারের সদস্য একজন বৃদ্ধি পেয়েছে, যখন সোফিয়া দ্য টুনাইট শোতে উপস্থিত হয়ে তার ছোট বোনের সঙ্গে দুনিয়াকে পরিচয় করিয়ে দেয়।

১৪ ইঞ্চি উচ্চতার ছোট্ট সোফিয়ার আছে জাপানি অ্যানিমেশন ছবির চরিত্রের মতো চোখ। আছে একটি রুপালি দেহ এবং টাকমাথা, যা তার বড় বোন সোফিয়ার মতোই স্বচ্ছ। সোফিয়ার মতো এই যন্ত্রমানবীরও আছে গান গাওয়া, হাঁটা–চলা, নাচানাচি, মুখ চেনা এবং কৌতুক শোনানোর প্রতিভা। তবে এই ছোট্ট সোফিয়ার মূল কাজটা হবে আরও শিক্ষণীয়।

কিকস্টার্টার কোম্পানির বিশেষ প্রচারণার তথ্যমতে, ছোট্ট সোফিয়ার থাকবে এমন একটি অ্যাপ, যার মাধ্যমে ৭ থেকে ১৩ বছরের শিশুদের মতো সুনির্দিষ্ট ব্যবহারকারীদের দ্বারা প্রোগ্রামিং করে তাকে ইচ্ছামতো নিয়ন্ত্রণ করা যাবে।

প্রচারণায় বলা হয়, ‘আমরা বিশ্বাস করি, শিশুদের, বিশেষ করে ছোট মেয়েদের মজার ছলে, নিরাপদে, উৎসাহব্যঞ্জক ও পারস্পরিক ক্রিয়াশীল পদ্ধতিতে “এসটিইএম” (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত), কোডিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বিষয়গুলো পরিচয় করিয়ে দিতে সহায়ক ভূমিকা রাখবে লিটল সোফিয়া।’

এদিকে অর্ডার দেওয়ার সময়ের ওপর ভিত্তি করে একটি লিটল সোফিয়ার দাম পড়বে ৯৯ থেকে ১৪৯ মার্কিন ডলার। এ বছর ডিসেম্বরেই লিটল সোফিয়াকে ব্যবহারকারীর দোরগোড়ায় পৌঁছে দিতে চায় হ্যানসন।