ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

সোমবার সারাদেশে বিএনপির প্রতিবাদ মিছিল

জাতীয় ডেস্কঃ

আগামী সোমবার সারাদেশে প্রতিবাদ মিছিলের কর্মসূচি ঘোষনা করেছে বিএনপি। দলীয় প্রধান খালেদা জিয়ার মুক্তির দাবিতে ও কালো পতাকা প্রদর্শনী কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র রুহুল কবির রিজভী আহমেদ এই ঘোষণা করেন।

তিনি বলেন, আজকের কালো পতাকা প্রদর্শনী কর্মসূচি থেকে দেড় শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং ২৩০ জনেরও বেশি নেতাকর্মী পুলিশি হামলায় আহত হয়েছেন। পুলিশের এ ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়ে গ্রেফতারদের অবিলম্বে মুক্তির দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে বিএনপির সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মনির হোসেন, বেলাল আহমেদ, সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, নির্বাহী সদস্য আমিনুল ইসলাম ও  চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়ে রিজভী বলেন, সোমবার ঢাকা মহানগরীর সকল থানা এবং দেশের সব জেলা সদর ও মহানগরে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।

তিনি বলেন, কার্যালয়ের ভেতর থেকে পুলিশ নেতাকর্মীদের আটক করে নিয়ে গেছে। এসময় নেতাকর্মীদের মাটিতে ফেলে পা দিয়ে অমানবিক নির্যাতন করেছে তারা। আমরা এর নিন্দা জানাই।

আইন-শৃঙ্খলা বাহিনীতে যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের নিয়োগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করে তিনি বলেন, পুলিশ সদস্যদের কর্মকা-ে প্রমাণিত হল, আইন-শৃঙ্খলা বাহিনীতে যুবলীগ ছাত্রলীগের কর্মীদের দিয়ে ভরানো হয়েছে। পুলিশের হাতে এখন গণতন্ত্রের মৃত্যু পরোয়ানা।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে রাষ্ট্র সংস্কারের ৩১ দফার পক্ষে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

সোমবার সারাদেশে বিএনপির প্রতিবাদ মিছিল

আপডেট সময় ০২:২৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮
জাতীয় ডেস্কঃ

আগামী সোমবার সারাদেশে প্রতিবাদ মিছিলের কর্মসূচি ঘোষনা করেছে বিএনপি। দলীয় প্রধান খালেদা জিয়ার মুক্তির দাবিতে ও কালো পতাকা প্রদর্শনী কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র রুহুল কবির রিজভী আহমেদ এই ঘোষণা করেন।

তিনি বলেন, আজকের কালো পতাকা প্রদর্শনী কর্মসূচি থেকে দেড় শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং ২৩০ জনেরও বেশি নেতাকর্মী পুলিশি হামলায় আহত হয়েছেন। পুলিশের এ ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়ে গ্রেফতারদের অবিলম্বে মুক্তির দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে বিএনপির সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মনির হোসেন, বেলাল আহমেদ, সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, নির্বাহী সদস্য আমিনুল ইসলাম ও  চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়ে রিজভী বলেন, সোমবার ঢাকা মহানগরীর সকল থানা এবং দেশের সব জেলা সদর ও মহানগরে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।

তিনি বলেন, কার্যালয়ের ভেতর থেকে পুলিশ নেতাকর্মীদের আটক করে নিয়ে গেছে। এসময় নেতাকর্মীদের মাটিতে ফেলে পা দিয়ে অমানবিক নির্যাতন করেছে তারা। আমরা এর নিন্দা জানাই।

আইন-শৃঙ্খলা বাহিনীতে যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের নিয়োগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করে তিনি বলেন, পুলিশ সদস্যদের কর্মকা-ে প্রমাণিত হল, আইন-শৃঙ্খলা বাহিনীতে যুবলীগ ছাত্রলীগের কর্মীদের দিয়ে ভরানো হয়েছে। পুলিশের হাতে এখন গণতন্ত্রের মৃত্যু পরোয়ানা।