বিনোদন ডেস্কঃ
জনপ্রিয় নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ। দেশের সেলিব্রিটি তারকারদের সঙ্গে নাচের পারফর্ম করেন অথবা তার কোরিওগ্রাফিতে মঞ্চে নাচেন শিল্পীরা। তারই ধারাবাহিকতায় বুধবার ফরিদপুরের সরকারী রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদ(রাকসুর) অভিষেক উপলক্ষে এক সাংস্কৃতিক সন্ধ্যায় মঞ্চ মাতাবেন দেশের জনপ্রিয় বেশ কজন তারকাশিল্পী। থাকছেন পপি, ফেরদৌস, পূর্ণিমা, বিদ্যা সিনহা মিম, মেহজাবিন চৌধুরী, ইমন, চাঁদনীসহ আরো অনেকে।
এ বিষয়ে সোহাগ বলেন, ‘বুধবার ফরিদপুরে আমাদের এ আয়োজন। থাকছেন দেশের জনপ্রিয় সব তারকাশিল্পী। জনপ্রিয় বেশ কয়েকটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করবেন তারা। আশা রাখি, ফরিদপুরের মানুষ এ আয়োজন বেশ উপভোগ করবে।’
জানা গেছে, এ আয়োজনে শিল্পীদের নাচের পারফর্ম ছাড়াও মঞ্চে গান পরিবেশন করবেন জেমস, ইমরান ও কণা। এদিকে বর্তমানে শো নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন সোহাগ। মঙ্গলবার সোহাগ ও অভিনেত্রী তারিন জাহান কক্সবাজারে একটি শোতে অংশ নিবেন বলে জানিয়েছেন সোহাগ।