মো: নাজিম উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ
পবিত্র ঈদ উল ফিতর উপলেক্ষ্য সৌদি-আরবের আল বিসা এলাকায় ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঈদের দিন সন্ধ্যা ৭টা ৩০মিনিটের সময় অনুষ্ঠিত ফুটবল ফাইনাল ম্যাচে বাংলাদেশী ক্লাব আল-সানী বাহারী ও বাংলাদেশী ক্লাব সাদিয়া ফুটবল অংশ গ্রহন করে। টান টান উত্তেজনাপূর্ন এ খেলায় সাদিয়া ফুটবল ক্লাব আল সানী ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ান হয়েছে। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন সাদিয়া ক্লাবের ওয়াসিম হাজারী।
উক্ত ফাইনাল খেলায় সাদিয়া ক্লাবের হয়ে অধিনায়কের দায়িত্ব পালন করেন ক্লাবটির কর্নধার মো: শাহীন সরকার। অধিনায়ক জানান ফইনালে বিজয়ের পর ক্লাবের পক্ষ থেকে একটি গরু জবাই করে সকল সদস্যদের জন্য ভুরিভোজের আয়োজন করা হয়। শাহীন সরকার জানান প্রতিবছর রমযান মাস উপলক্ষ্যে বাংলাদেশী সাদিয়া ক্লাব, আল-সানী বাহারী ক্লাব,ইন্ডিয়ান মালাইয়া ক্লাব ও পাকিস্থানী আসিফ ক্লাব এই ফুটবল টুর্নামেন্টে অংশ নেয়। এবারো সবকটি ক্লাব অংশ নিলেও বাংলাদেশী ক্লাব দুটি ফাইনালে ওঠে।
প্রবাসে থেকেও দেশের মুখ উজ্জল করেছেন মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের শাহগদা গ্রামের আ: হাকিম মিয়ার ছেলে সৌদিআরব প্রবাসী মো: শাহীন সরকার। তিনি দ্বিতীয়বারের মত ফাইনাল চ্যাম্পিয়ান সাদিয়া ফুটবল ক্লাবের মালিক।
জানা যায়, শ্রীকাইল কলেজ থেকে এইচ,এস,সি পাশ করার পর ২০০৭ সালে জীবিকার তাগিদে পাড়ি জমান মধ্যপ্রাচ্যেও দেশ সৌদি আরবে। প্রবাসে গিয়ে তিনি আল বিসা এলাকায় কিং আবদুল্লাহ হসপাতালে কর্মরত রয়েছেন। এদিকে ২০১২ সালে ছুটিতে দেশে এসে বিয়ে করেন শাহীন সরকার।
বিয়ের পর তাদের পরিবারে একটি কন্যা সন্তানের জম্ম হয়। যার নাম রাখা হয় সাদিয়া আক্তার। মেয়ে সাদিয়ার নামে নাম করন করে ২০১৫ সালে আল বিসা শহরে শাহীন সরকার একটি ক্লাব গড়ে তুলেন। নাম করন হয় সাদিয়া ফুটবল ক্লাব নামে। এই ক্লাবের উদ্যোগে শুধু খেলাই নয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটকের আয়োজন ও করা হয়ে থাকে। ঈদের পরদিন বাংলাদেশের মুক্তিযোদ্ধের ঘটনাবলী ও পাকিস্থানী শাসনামল নিয়ে একটি নাটক করেছেন যার নাম ছিল স্বৈরাচার।
এদিকে সাদিয়া ক্লাবের এই সাফল্যে ক্লাবের প্রতিষ্ঠাতা ও খেলোয়ারসহ সকল সদস্যদের কুমিল্লা থেকে মিজানুর রহমান মুরাদনগর থেকে শামীম সরকার, তপন সরকার, রিপন মিয়া, রুহুল আমীন, আতিকুর রহমান সবুজ ও সোহানসহ অনেকেই শুভেচ্ছা সহ ক্লাবটির ধারাবাহিক সাফল্য কামনা করেছেন।