ধর্ম ও জীবন ডেস্কঃ
সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও ৫ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে পবিত্র হজ শুরুর আগেই মারা গেলেন মোট ৫১ জন।
আজ রোববার ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
মৃত ৫ হজযাত্রী হলেন, মোহম্মদপুরের আবদুল লতিফ চৌধুরী, কিশোরগঞ্জের মোহাম্মদ জয়নাল আবেদীন, নোয়াখালীর মোহাম্মদ আবুল বাশার, যশোরের নূরজাহান, সাভারের আবদুল লতিফ।
হজ বুলেটিন সূত্রে জানা যায়, শনিবার পর্যন্ত মোট ৫১ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৪২ জন পুরুষ ও ৯ জন নারী। এর মধ্যে মক্কায় ৪৩, মদিনায় ৬ ও জেদ্দায় ২ জন।বাংলাদেশ থেকে এ বছর হজযাত্রী ও হজ ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ মোট ১ লাখ ২৭ হাজার ২৭৫ জন সৌদি আবর গিয়েছেন।
এদিকে আজ রোববার থেকে সৌদি আরবের মক্কায় পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।