অন্তর্জাতিক ডেস্কঃ
বৃষ্টি মানে অন্য রকম অনুভূতি। বৃষ্টিকে যত সব কাব্য আর কবিতার সৃষ্টিতে মগ্ন হয়ে পড়েন কবি সাহিত্যিক ঠিক যেন প্রেমে পড়েছে বৃষ্টির।
আর এই বৃষ্টি যদি হয় তপ্ত মরুর বুকে? তখন কি সৃষ্টি হতে পারে তা ভাবতেই মনটা উদাসীন হয়ে পড়ে। গতকাল ঠিক এমনই অনুভব করেছে সৌদি আরবের মদিনার বাসিন্দারা। শনিবার স্থানীয় সময় বিকেল ৫ টার দিকে আকাশ কালো করে তুমুল বৃষ্টি নামে। এরপর বৃষ্টির সাথে পড়তে থাকে শিলা।
স্থানীয়রা হঠাৎ প্রচণ্ড শিলাবৃষ্টিকে উপভোগ করেছেন একটু ভিন্ন মাত্রায়। তারা দেখছেন মহান আল্লাহর রহমত হিসেবে। তারা ছিলেন আনন্দিত। মদিনার বাঙালিদের মধ্যেও শিলাবৃষ্টি উন্মাদনা তৈরি করে। শিলাবৃষ্টি উপভোগের পাশাপাশি স্বাগত জানিয়েছেন বৃষ্টিকে। ১৫ মিনিটের বেশি সময় ধরে শিলার পতন হয়।