অন্তর্জাতিক ডেস্কঃ
রিয়াদে অনুষ্ঠেয় আরব সম্মেলনে (আরব সামিট) অংশ নিতে কাতারের ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হবে না। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান একথা বলেছেন। চলতি মাসের শেষের দিকে এ সামিট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
চলতি সপ্তাহে মিসরে গিয়েছিলেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সে সময় মিসরের স্থানীয় পত্রিকার সম্পাদকদের এক প্রশ্নের জবাবে তিনি ওই মন্তব্য করেন। গত বুধবার আল শাহরুখ পত্রিকায় এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রসঙ্গত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর গত বছরের জুন মাসে কাতারের সঙ্গে সম্পর্ক ছেদ করে। দেশগুলোর অভিযোগ, কাতার বিভিন্ন জঙ্গী গোষ্ঠীকে সমর্থন দেওয়ার পাশাপাশি ইরানের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলছে।
ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইরান, তুরস্ক ও জঙ্গী গোষ্ঠীগুলোকে ‘সমকালীন শয়তানের ত্রিভুজ’ বলে অভিহিত করেছেন।
তিনি জানান, ইরান, রাশিয়া ও সিরিয়ার সাথে সম্পর্ক রহিত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সৌদি আরব।