অন্তর্জাতিক ডেস্কঃ
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কড়া সমালোচক ছিলেন নিহত সাংবাদিক জামাল খাশোগি। এর জেরেই খাশোগিকে হত্যা করা হয় বলে অভিযোগ করে বিভিন্ন গণমাধ্যম। তবে নতুন তথ্য প্রকাশ করেছে সিএনএন।
জামাল খাশোগি ও তার সহযোগী ওমর আব্দুল্লাজিজ প্রায় দেড় বছর ধরে কমপক্ষে ৪০০ বার্তা আদান প্রদান করেছেন। সেখানে সালমানের কড়া সমালোচনা ছাড়াও বিভিন্ন ছবি, ভয়েস রেকর্ড আদান প্রদান করেছেন তারা।
সেসব বার্তা হ্যাক করা হয়েছে বলে দাবি আব্দুল আজিজের।
ওমর আব্দুল্লাজিজ সিএনএনকে জানায়, সালমানের কড়া সমালোচনার জন্যই খাশোগিকে হত্যা করা হয়।
তিনি আরো জানান, আগস্ট মাস থেকে তাদের দুই জনের বার্তা হ্যাক করে সৌদি প্রশাসন।
হোয়াটস অ্যাপে খাশোগি সালমানকে ‘পশু’ এবং ‘প্যাক ম্যান’ বলে উল্লেখ করেন। এছাড়া খাশোগি বার্তায় বলেন, সালমানের পথের কাঁটা হয়ে দাঁড়ালে সে সবাইকে গ্রাস করতে চায়।
উল্লেখ্য, গত ২ অক্টোবর তুরস্কের সৌদি দূতাবাসে খুন হন জামাল খাশোগি। তথ্য সূত্র: সিএনএন/এনডিটিভি/ইউকে এক্সপ্রেস।