ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সৌম্য-মাহমুদউল্লাহর সেঞ্চুরি সত্ত্বেও বাংলাদেশের ইনিংস হার

খেলাধূলা ডেস্কঃ

সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদের দুর্দান্ত ব্যাটিংও ইনিংস হার থেকে বাঁচাতে পারল না বাংলাদেশকে। হ্যামিল্টন টেস্টে ইনিংস ও ৫১ রানে হেরেছে বাংলাদেশ। এতে তিন ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকল সফরকারীরা।

ইনিংস হার এড়াতে গতকাল শনিবার ৪৮১ রানের বিশাল লক্ষ্যের পেছনে ছুটছিল বাংলাদেশ। সেই দৌঁড়ে মাত্র ১২৬ রানে টপ অর্ডারের চার ব্যাটসম্যান বিদায় নেন। এরপর প্রতিরোধের দেয়াল গড়েছিলেন সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ। পঞ্চম উইকেটে এই দুজন ২৩৫ রানের দারুণ এক জুটি গড়েন।

দলীয় ৩৬১ রানে সৌম্য সরকার আউট হলে ভাঙে সেই প্রতিরোধের দেয়াল। যদিও এর আগেই ২১টি চার ও পাঁচটি ছক্কার মারে ১৪৯ রান করেন সৌম্য। তবে এরপর ফের হতাশা। দলীয় ৩৮০ রানের মধ্যে সাজঘরে ফিরেন লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ।

আবু জায়েদ ও খালেদ আহমেদকে নিয়ে মাহমুদউল্লাহ সামনে আগানোর চেষ্টা করতে থাকেন, তবে বেশিদূর যেতে পারেননি। ৪১৩ রানে বিদায় নেন আবু জায়েদ। আর মাহমুদউল্লাহ ফিরেন ৪২৯ রানে। শেষ ব্যাটসম্যান হিসেবে এবাদত বিদায় নেয়ার আগে আর কোনো রান যোগ হয়নি স্কোর বোর্ডে।

মাহমুদউল্লাহ ২১টি চার ও তিনটি ছক্কার মারে করেন ১৪৪ রান। সৌম্য-মাহমুদউল্লাহ ছাড়া আজ আউট হওয়া অন্য চার ব্যাটসম্যানের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। কিউই বোলারদের মধ্যে ট্রেন্ট বোল্ট পাঁচটি, টিম সাউদি তিনটি এবং নেইল ওয়াগনার দুটি করে উইকেট নেন।

এর আগে গতকাল চার উইকেটে ১৭৪ রান নিয়ে দিনের খেলা শেষ করে বাংলাদেশ। বিশাল ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশের পক্ষে গতকাল সূচনাটা ভালোই করেছিলেন দুই ওপেনার তামিম ইকবাল ও সাদমান ইসলাম।

তবে ৮৮ রানে ওপেনিং জুটি ভাঙার পর সব এলোমেলো হয়ে যায়। মাত্র ৩৮ রানের মধ্যে সাজঘরে ফিরেছেন টপ অর্ডারের চার ব্যাটসম্যান। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান তামিম দ্বিতীয় ইনিংসে করেন ৭৪ রান। অপরদিকে সাদমান করেন ৩৭ রান।

রানের খাতা খোলার আগেই বিদায় নেন মোহাম্মদ মিঠুন। দুই অঙ্ক ছূঁতে পারেননি মুমিনুলও। এরপর পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহ ও সৌম্য সরকার জুটি বাঁধেন। এই দুজন গতকাল পঞ্চম উইকেটে ৪৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিনের খেলা শেষ করেন। সৌম্য ৩৯ ও মাহমুদউল্লাহ ১৫ রান নিয়ে অপরাজিত ছিলেন।

হ্যামিল্টন টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ২৩৪ রান করে। জবাবে কেন উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরি এবং টম লাথাম ও জিত রাভালের সেঞ্চুরিতে ছয় উইকেটে ৭১৫ রান করে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। এতে প্রথম ইনিংসেই ৪৮১ রানের লিড পায় স্বাগতিকরা।

সিরিজের দ্বিতীয় টেস্ট আগামী ৮ মার্চ ওয়েলিংটনে শুরু হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরছেন কায়কোবাদ: স্বাগত জানাতে মুরাদনগরে ব্যাপক প্রস্ততি

সৌম্য-মাহমুদউল্লাহর সেঞ্চুরি সত্ত্বেও বাংলাদেশের ইনিংস হার

আপডেট সময় ০৭:১০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০১৯
খেলাধূলা ডেস্কঃ

সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদের দুর্দান্ত ব্যাটিংও ইনিংস হার থেকে বাঁচাতে পারল না বাংলাদেশকে। হ্যামিল্টন টেস্টে ইনিংস ও ৫১ রানে হেরেছে বাংলাদেশ। এতে তিন ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকল সফরকারীরা।

ইনিংস হার এড়াতে গতকাল শনিবার ৪৮১ রানের বিশাল লক্ষ্যের পেছনে ছুটছিল বাংলাদেশ। সেই দৌঁড়ে মাত্র ১২৬ রানে টপ অর্ডারের চার ব্যাটসম্যান বিদায় নেন। এরপর প্রতিরোধের দেয়াল গড়েছিলেন সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ। পঞ্চম উইকেটে এই দুজন ২৩৫ রানের দারুণ এক জুটি গড়েন।

দলীয় ৩৬১ রানে সৌম্য সরকার আউট হলে ভাঙে সেই প্রতিরোধের দেয়াল। যদিও এর আগেই ২১টি চার ও পাঁচটি ছক্কার মারে ১৪৯ রান করেন সৌম্য। তবে এরপর ফের হতাশা। দলীয় ৩৮০ রানের মধ্যে সাজঘরে ফিরেন লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ।

আবু জায়েদ ও খালেদ আহমেদকে নিয়ে মাহমুদউল্লাহ সামনে আগানোর চেষ্টা করতে থাকেন, তবে বেশিদূর যেতে পারেননি। ৪১৩ রানে বিদায় নেন আবু জায়েদ। আর মাহমুদউল্লাহ ফিরেন ৪২৯ রানে। শেষ ব্যাটসম্যান হিসেবে এবাদত বিদায় নেয়ার আগে আর কোনো রান যোগ হয়নি স্কোর বোর্ডে।

মাহমুদউল্লাহ ২১টি চার ও তিনটি ছক্কার মারে করেন ১৪৪ রান। সৌম্য-মাহমুদউল্লাহ ছাড়া আজ আউট হওয়া অন্য চার ব্যাটসম্যানের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। কিউই বোলারদের মধ্যে ট্রেন্ট বোল্ট পাঁচটি, টিম সাউদি তিনটি এবং নেইল ওয়াগনার দুটি করে উইকেট নেন।

এর আগে গতকাল চার উইকেটে ১৭৪ রান নিয়ে দিনের খেলা শেষ করে বাংলাদেশ। বিশাল ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশের পক্ষে গতকাল সূচনাটা ভালোই করেছিলেন দুই ওপেনার তামিম ইকবাল ও সাদমান ইসলাম।

তবে ৮৮ রানে ওপেনিং জুটি ভাঙার পর সব এলোমেলো হয়ে যায়। মাত্র ৩৮ রানের মধ্যে সাজঘরে ফিরেছেন টপ অর্ডারের চার ব্যাটসম্যান। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান তামিম দ্বিতীয় ইনিংসে করেন ৭৪ রান। অপরদিকে সাদমান করেন ৩৭ রান।

রানের খাতা খোলার আগেই বিদায় নেন মোহাম্মদ মিঠুন। দুই অঙ্ক ছূঁতে পারেননি মুমিনুলও। এরপর পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহ ও সৌম্য সরকার জুটি বাঁধেন। এই দুজন গতকাল পঞ্চম উইকেটে ৪৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিনের খেলা শেষ করেন। সৌম্য ৩৯ ও মাহমুদউল্লাহ ১৫ রান নিয়ে অপরাজিত ছিলেন।

হ্যামিল্টন টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ২৩৪ রান করে। জবাবে কেন উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরি এবং টম লাথাম ও জিত রাভালের সেঞ্চুরিতে ছয় উইকেটে ৭১৫ রান করে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। এতে প্রথম ইনিংসেই ৪৮১ রানের লিড পায় স্বাগতিকরা।

সিরিজের দ্বিতীয় টেস্ট আগামী ৮ মার্চ ওয়েলিংটনে শুরু হবে।