ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সৌরভ-মধুমিতার প্রেম গুঞ্জন, কী মন্তব্য নায়িকার স্বামীর?

বিনোদন ডেস্কঃ

ছোট পর্দা থেকে বড় পর্দায় আসা চিত্রনায়িকা মধুমিতা সরকারের সঙ্গে তার এক ছবির নায়ক সৌরভ দাশের প্রেমের গুঞ্জন নিয়ে জোর চর্চা চলছে টলিউডে। এই খবর অভিনেত্রীর স্বামীর কানেও পৌঁছেছে। তার নামও সৌরভ। তবে তিনি সৌরভ চক্রবর্তী। ছোট পর্দার একজন অভিনেতা, পরিচালক ও প্রযোজক। স্ত্রীর প্রেমের গুঞ্জন শোনার পর তার মন্তব্য কী?

কলকাতার একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সৌরভ চক্রবর্তী জানিয়েছেন, এই খবরটিকে তিনি ‘গুজব’ হিসেবেই দেখতে চান। তার মতে, ‘অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে অনেক খবর রটে। এই রটনা কতটা সত্যি, কতটা মিথ্যে সেটা নিয়ে ভাবার সময় আমার নেই। হাতে একের পর এক কাজ রয়েছে।’

তবে সৌরভ চক্রবর্তীর মনে হয়, যদি স্ত্রী মধুমিতার সঙ্গে তার যোগাযোগ থাকত, বা বিচ্ছেদের পরেও তাদের মিলনের কোনো সম্ভাবনা থাকত, তাহলে না হয় তাকে এই খবরগুলো প্রভাবিত করত। কিন্তু সেই ন্যূনতম সম্পর্কটাও এখন মধুমিতার সঙ্গে তার নেই বলে জানান সৌরভ চক্রবর্তী।

২০২০ সালের শুরুর দিকে আলাদা থাকতে শুরু করেন সৌরভ-মধুমিতা। করোনার কারণে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ আটকে আছে। সৌরভ জানিয়েছেন, খাতায় কলমে তারা আজও স্বামী-স্ত্রী। তারই মাঝে পরিচালক মৈনাক ভৌমিকের ‘চিনি’ ছবিতে জুটি বাঁধেন মধুমিতা ও সৌরভ দাস। ছবি জনপ্রিয় হয়। সঙ্গে রটে যায় তাদের প্রেমের গুঞ্জন।

তবে মধুমিতার স্বামী সৌরভ চক্রবর্তীর মতো এই গুঞ্জনকে বিশ্বাস করেন না সৌরভ দাসের বর্তমান প্রেমিকা অভিনেত্রী অনিন্দিতা বসুও। তার সঙ্গে সৌরভের সম্পর্ক অনেক দিনের। কয়েক মাস ধরে তারা কলকাতার একটি ফ্ল্যাটে লিভ টুগেদারও করছেন। সৌরভ-মধুমিতার সম্পর্কের গুঞ্জনে কান দিতে নারাজ অনিন্দিতাও।

এদিকে, সৌরভ দাসের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে কয়েকদিন আগে মধুমিতা গণমাধ্যমকে বলেছিলেন, ‘একা নারী মানেই যখন খুশি, যার সঙ্গে খুশি, নাম জড়িয়ে দেয়া যায়! এখানে আবার নামের মিল রয়েছে। আমার সাবেক স্বামীর নাম সৌরভ। ইনিও অভিনেতা সৌরভ দাস। ব্যস, দুইয়ে দুইয়ে চার!’

অন্যদিকে সৌরভ দাসের দাবি, মধুমিতা আমার ভালো বন্ধু। অনিন্দিতার সঙ্গে আমি লিভ ইন সম্পর্কে রয়েছি। সম্পর্ক নিয়ে লুকোছাপায় আমি বিশ্বাসী নই। অনিন্দিতা এই মুহূর্তে মুম্বাইতে আছে। আসলে লকডাউনে মানুষজনের হাতে কাজ নেই তো, তাই এসব গুজব রটিয়ে বেড়াচ্ছে।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সৌরভ-মধুমিতার প্রেম গুঞ্জন, কী মন্তব্য নায়িকার স্বামীর?

আপডেট সময় ০৪:৫১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১

বিনোদন ডেস্কঃ

ছোট পর্দা থেকে বড় পর্দায় আসা চিত্রনায়িকা মধুমিতা সরকারের সঙ্গে তার এক ছবির নায়ক সৌরভ দাশের প্রেমের গুঞ্জন নিয়ে জোর চর্চা চলছে টলিউডে। এই খবর অভিনেত্রীর স্বামীর কানেও পৌঁছেছে। তার নামও সৌরভ। তবে তিনি সৌরভ চক্রবর্তী। ছোট পর্দার একজন অভিনেতা, পরিচালক ও প্রযোজক। স্ত্রীর প্রেমের গুঞ্জন শোনার পর তার মন্তব্য কী?

কলকাতার একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সৌরভ চক্রবর্তী জানিয়েছেন, এই খবরটিকে তিনি ‘গুজব’ হিসেবেই দেখতে চান। তার মতে, ‘অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে অনেক খবর রটে। এই রটনা কতটা সত্যি, কতটা মিথ্যে সেটা নিয়ে ভাবার সময় আমার নেই। হাতে একের পর এক কাজ রয়েছে।’

তবে সৌরভ চক্রবর্তীর মনে হয়, যদি স্ত্রী মধুমিতার সঙ্গে তার যোগাযোগ থাকত, বা বিচ্ছেদের পরেও তাদের মিলনের কোনো সম্ভাবনা থাকত, তাহলে না হয় তাকে এই খবরগুলো প্রভাবিত করত। কিন্তু সেই ন্যূনতম সম্পর্কটাও এখন মধুমিতার সঙ্গে তার নেই বলে জানান সৌরভ চক্রবর্তী।

২০২০ সালের শুরুর দিকে আলাদা থাকতে শুরু করেন সৌরভ-মধুমিতা। করোনার কারণে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ আটকে আছে। সৌরভ জানিয়েছেন, খাতায় কলমে তারা আজও স্বামী-স্ত্রী। তারই মাঝে পরিচালক মৈনাক ভৌমিকের ‘চিনি’ ছবিতে জুটি বাঁধেন মধুমিতা ও সৌরভ দাস। ছবি জনপ্রিয় হয়। সঙ্গে রটে যায় তাদের প্রেমের গুঞ্জন।

তবে মধুমিতার স্বামী সৌরভ চক্রবর্তীর মতো এই গুঞ্জনকে বিশ্বাস করেন না সৌরভ দাসের বর্তমান প্রেমিকা অভিনেত্রী অনিন্দিতা বসুও। তার সঙ্গে সৌরভের সম্পর্ক অনেক দিনের। কয়েক মাস ধরে তারা কলকাতার একটি ফ্ল্যাটে লিভ টুগেদারও করছেন। সৌরভ-মধুমিতার সম্পর্কের গুঞ্জনে কান দিতে নারাজ অনিন্দিতাও।

এদিকে, সৌরভ দাসের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে কয়েকদিন আগে মধুমিতা গণমাধ্যমকে বলেছিলেন, ‘একা নারী মানেই যখন খুশি, যার সঙ্গে খুশি, নাম জড়িয়ে দেয়া যায়! এখানে আবার নামের মিল রয়েছে। আমার সাবেক স্বামীর নাম সৌরভ। ইনিও অভিনেতা সৌরভ দাস। ব্যস, দুইয়ে দুইয়ে চার!’

অন্যদিকে সৌরভ দাসের দাবি, মধুমিতা আমার ভালো বন্ধু। অনিন্দিতার সঙ্গে আমি লিভ ইন সম্পর্কে রয়েছি। সম্পর্ক নিয়ে লুকোছাপায় আমি বিশ্বাসী নই। অনিন্দিতা এই মুহূর্তে মুম্বাইতে আছে। আসলে লকডাউনে মানুষজনের হাতে কাজ নেই তো, তাই এসব গুজব রটিয়ে বেড়াচ্ছে।’