কবির হোসেন সওদাগর, তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তিতাস উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনসমূহ।
বৃহস্পতিবার বিকাল ৪টায় তিতাস উপজেলা পরিষদের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শওকত আলীর সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহাদ আহমেদ ফকির, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মহসীন ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূর নবী, সাতানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক সরকার, জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফরিদ প্রধান, উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম, কড়িকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু ইউসুফ মোল্লা, মজিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, বিএনপির ঘঁাটি হিসেবে পরিচিত থাকা হোমনা-তিতাসের রাজনীতিতে দীর্ঘদিন পর আওয়ামীলীগের মনোনীত প্রাথর্ী সেলিমা আহমাদ মেরী বিপুল ভোটে বিজয়ী হয়ে আসনটি আওয়ামীলীগকে উপহার দিয়েছে। অবহেলিত এ অঞ্চলের উন্নয়ন, মাদক, সন্ত্রান ও চাঁদাবাজিকে নির্মূলে সকল পর্যায়ে তিনি প্রশংসা কুড়িয়েছেন। কিন্তু একটি কুচক্রীমহল প্রতিহিংসাপরায়ণ ও ঈর্ষান্ধিত হয়ে তাহার জনবান্ধব কর্মসূচীকে বাঁধাগ্রস্ত করতে, নিরুৎসাহীত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। উক্ত অপপ্রচারের নিন্দাসহ অপপ্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।