আন্তর্জাতীক ডেস্ক
করোনা ভাইরাসের মরণ থাবায় প্রতিদিন বেড়েই চলছে মৃতের সংখ্যা। মৃত্যুর এ মিছিলে প্রতিদিন নতুন নতুন রেকর্ড গড়ছে স্পেন। দেশটিতে একদিনে নতুন করে ৯৩২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে।
স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৯৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ১১ হাজারের বেশি।
খবরে বলা হয়, করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে। এর ইতালির পরেই করোনা ভাইরাসে ভয়াবহ পরিস্থিতিতে রয়েছে স্পেন।
এদিকে গোটা বিশ্বে কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২০০ এর বেশি অঞ্চল ও দেশ। বিশ্বে করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছে ১০ লাখ ২৬ হাজারের বেশি মানুষ। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ গেছে ৫৩ হাজারের বেশি মানুষ।