খেলাধুলা ডেস্কঃ
সিরাত জাহান স্বপ্নার হ্যাট্রিকে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলো বাংলাদেশ নারী ফুটবল দল। সোমবার ভারতের শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে আরো ৪টি গোল দেয় বাংলাদেশ।
এছাড়া আরো দুটি গোল করেছে অধিনায়ক সাবিনা খাতুন। ম্যাচের অন্য গোলটি করেছেন নার্গিস খাতুন। এর আগে প্রথম সেমিফাইনালে ভারত ৩-১ গোলে নেপালকে হারিয়ে টানা চতুর্থবারের মতো ফাইনালে উঠেছে।