খেলাধুলা ডেস্কঃ
আজ রবিবার ইংল্যান্ডের বার্মিহ্যামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইয়ন মরগ্যান। অধিনায়কের সিদ্ধান্তকে সফল করে তোলেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান জনি বেয়ারস্টো ও জেসন রয়। এই জুটির ১৬০ রানে সুবিধাজনক অবস্থায় চলে যায় ইংল্যান্ড। বেয়ারস্টোর ১১১ ও বেন স্টোকের ৭৯ রানে ভর করে ৩৩৭ রানে বড় সংগ্রহ পায় স্বাগতিকরা। জবাবে নির্ধারিত ৫০ ওভার শেষে ভারতের ইনিংস থামে ৩০৬ রানে। ৩১ রানের জয় পায় ইংল্যান্ড।
8 ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে ইতোমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে টেবিলের শীর্ষ দল অস্ট্রেলিয়া। ভারত ও নিউজিল্যান্ড ১১ পয়েন্ট করে নিয়ে আছে দ্বিতীয় ও তৃতীয় স্থানে। এখন ৮ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে ইংল্যান্ড। বড় ধরনের দুর্ঘটনা না ঘটলে প্রথম তিনটি দলের সেমিফাইনাল মোটামুটি নিশ্চিত। নিজেদের পরবর্তী ম্যাচে ইংল্যান্ড জিতলে বাংলাদেশের সামনে একটা সুযোগ থাকলেও ছিটকে পড়বে পাকিস্তান। কারণ ১১ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে থাকা নিউজিল্যান্ডের রানরেট অনেক বেশি। দুই ম্যাচ জিতে কিউইদের সামনে রান রেটে দাঁড়ানোর সুযোগ থাকবে বাংলাদেশের। যা থাকবে না পাকিস্তানের ক্ষেত্রে। রান রেটে অনেক পিছিয়ে পাকিস্তান। আর ইংল্যান্ড হারলে বাংলাদেশ ও পাকিস্তান স্বপ্ন দেখতেই পারে। তাই পাকিস্তানকে তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ডের দিকে।