জাতীয় ডেস্কঃ
কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ‘দেশের গণতন্ত্র ও ভোটাধিকার আজ প্রশ্নবিদ্ধ। গত সংসদ নির্বাচন এবং উপজেলা নির্বাচন কিভাবে হলো দেশবাসী তা দেখেছে। সরকার একদিকে ব্যর্থ। অন্যদিকে দেশে কোন কার্যকরী বিরোধী দল নেই। মানুষের সমস্যা, দেশের সমস্যা সম্পদ রক্ষার লড়াইয়ে কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীরাই রাজপথে আছে। দ্বি-দলীয় বৃত্তের বিপরীতে বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি দেশের ভবিষ্যত।‘
সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে জনসভায় দুর্যোগপুর্ণ আবহাওয়ার মধ্যে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ, কৃষক নেতা ইসমাইল হোসেন, সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ প্রমুখ।
মুজাহিদুল ইসলাম সেলিম আরও বলেন, ‘স্বাধীনতার ৪৭ বছর পর এ কথাই বলে দেয় যে বাংলাদেশের শাসকগোষ্ঠী লুটেরা এবং ধনীক শ্রেণীর রাজনৈতিক দল। এ সকল দল দিয়ে আর যাই হোক গরীব মেহনতী মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। মুক্তিযুদ্ধের চেতনাও বাস্তবায়িত হবে না। স্বাধীনতা বিরোধী অপশক্তি জামায়াত-শিবির হেফাজত তাদের রাজনৈতিক কর্মকাণ্ড দৃশ্যমান না হলেও তারা বসে নেই। তাদের নানামুখী অপতৎপরতা অব্যাহত রয়েছে।’
দেশের গণতন্ত্র রক্ষা এবং মেহনতী মানুষের ভাত ও ভোটের অধিকার আদায়ের আন্দোলনে তিনি দেশের মানুষকে কমিউনিস্ট পার্টি তথা বামপন্থীদের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।