জাতীয় :
২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন করতে একটি বিশেষ কমিটি করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল জানান, এ কমিটির সদস্যরা হচ্ছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান। কমিটির সদস্যরা প্রয়োজনে আরও সদস্য যুক্ত করবেন বলে জানান ফখরুল।
এর আগে বিকালে বৈঠকে বসেন স্থায়ী কমিটির সদস্যরা। কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা, মামলার সর্বশেষ অবস্থা, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তীতে দল ও জোটের কর্মসূচি, দলের সাংগঠনিক অবস্থাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
স্কাইপের মাধ্যমে বৈঠকে অংশ নেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু।