মো: হাবিবুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে মহান স্বাধীনতার ৫১ বছর পর প্রথম বারের মতো হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দীন ভুঞা জনীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হারুনুর রশীদ, সাবেক ডেপুটি কমান্ডার খলিলুর রহমান, ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহামেদ। উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান ইকবাল সরকার, গোলাম কিবরিয়া খোকন, আবুল বাসার খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী ফরিদ আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুরে আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী জিকরুর রহমান, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা দিদারুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল হাই খান, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ, প্রমুখ।
বক্তারা, মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে লালন করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে উপস্থিত সকলের প্রতি উদাত্ব আহবান জানান।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ মনমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানস্থল মাতিয়ে তোলেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনীর কবল থেকে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে মুরাদনগর মুক্ত হয়। বীর মুক্তিযোদ্ধারা অসীম সাহসীকতার সঙ্গে পাকিস্তান হানাদার বাহিনীকে পরজিত করে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন।