বিনোদন ডেস্কঃ
সানি এই মুহূর্তে ব্যস্ত তার ছবির শুটিং নিয়ে। পাশাপাশি চলছে তার নিজস্ব কসমেটিং লাইনের প্রচার। তারই মধ্যে ঠিক করেছেন সানি যে ছোটদের জন্ম বিশেষ আর্ট স্কুল খুলবেন তিনি। মিস মালিনী ডটকমের ওই প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের নামজাদা বাচ্চাদের আর্ট স্কুল ‘ডিআর্ট ফিউশন’-এর একটি নতুন শাখা খুলতে চলেছেন সানি।
সানি লিওনের ঘনিষ্ঠ সূত্র জানায়, ‘সানি বরাবরই বাচ্চাদের খুব ভালবাসে। নিজেও তো তিন ছেলে-মেয়ের মা, তাই তিনি জানে একজন শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে প্রথম কয়েক বছর কতটা গুরুত্বপূর্ণ। এই স্কুলের জন্ম অনেকটা পরিশ্রম করছে সানি। স্কুলের ইন্টিরিয়র, সুযোগসুবিধা থেকে শুরু করে সবকিছুই নিজে সিদ্ধান্ত নিয়েছে। সানি ও ড্যানিয়েলের স্বপ্নের প্রজেক্ট হতে চলেছে এই স্কুল।’
জানা গেছে, এই নতুন স্কুলটি শুধুমাত্র আর্ট স্কুল নয়, বাচ্চাদের খেলাধুলার জন্ম বিশেষ ব্যবস্থা থাকছে। যাতে খেলাচ্ছলেই বাচ্চারা শিখে পারে, সেটাই লক্ষ্য। ডিআর্ট ফিউশনের একটি শাখার ছাত্রী সানি ও ড্যানিয়েলের মেয়ে নিশা। তার মাধ্যমেই সানি ও ড্যানিয়েল ওই স্কুলের বিষয়ে জানতে পারেন ও স্কুলের প্রতিষ্ঠাতা সঞ্জনা আশের কামদারের সঙ্গে পরিচিত হন।
এ প্রসঙ্গে সানি বলেন, ‘আমাদের ভিশন হল সৃষ্টিশীলতার সঙ্গে অবসরকে মিলিয়ে দেওয়া যাতে বাচ্চাদের মাথা ও শরীরের সামগ্রিক বিকাশ হয়। বাচ্চাদের বইয়ের মধ্যে আটকে রাখতে আমরা চাই না। আমি চাই শেখার পাশাপাশি বাচ্চারা যেন মজাও করে।’