বিনোদন ডেস্কঃ
স্বামীর সঙ্গে ছুটি কাটাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনস। এই মুহূর্তে তারা রয়েছেন প্যারিসে। উন্মুক্ত পোশাকে স্বামীর হাত ধরে প্যারিসের রাস্তায় মিসেস জোনস। এই সময় ইউরোপে দারুণ আবহাওয়া। হালকা গরমে প্রেমের উষ্ণতা ছড়াচ্ছেন এই জুটি। প্রেমের শহরে প্রিয়াঙ্কার পরেছেন আলেক্সেন্ডার ও নীল-এর ড্রেস। অন্যদিকে নিক জোনস পরেছেন একেবারে সামার-কুল শার্ট। বিন্দাস মুডে রয়েছেন তারা।
এখানেই বিয়ে করতে চলেছেন নিকের ভাই। সেই কারণে সকলে এখন এসেছেন প্যারিসে। স্যেন নদীর ওপর চলছে ক্রুজ যাত্রা। এখানে ধরা পড়ল এক দারুণ দৃশ্য। নিকের কোলে বসে প্রিয়াঙ্কা! সামনে রয়েছে খালি চেয়ার। তারপরও আদর করে স্ত্রীর জন্য নিজের কোল পেতে দিয়েছেন নিক। স্বামীর কোলে বসে, হাতে ওয়াইন গ্লাস নিয়ে চলছে খোশ গল্প।
এরপরই বোটে শুরু হল নাচ। দেশি গার্ল তখন ব্যস্ত নিজের কোমর দোলাতে। সঙ্গে অবশ্যই যোগ দিলেন নিক। বিয়ের মরশুর মানেই তো আনন্দ ও মজা। নিকের পর আবার জোনস বাড়িতে বসছে বিয়ের আসর, তাই স্পেশাল তো হবেই। সেই মতই চলছে সেলিব্রেশন।