আন্তর্জাতিক ডেস্কঃ
মহাকাশের স্যাটেলাইট ধ্বংসে সক্ষম একটি অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এক বিবৃতিতে একথা জানিয়েছেন বলে উল্লেখ করেছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে প্রকাশ, শোগুই বলেন, আমরা সত্যিই একটি প্রতিশ্রুতিশীল সিস্টেম সফলভাবে পরীক্ষা করেছি। এটা আমাদের এক পুরানো স্যাটেলাইটকে নির্ভুলভাবে আঘাত করেছে। ধ্বংস হওয়া স্যাটেলাইটের টুকরো মহাকাশের কোনো কার্যক্রমে ব্যাঘাত ঘটাবে না।
তবে এই পরীক্ষার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষার ফলে পৃথিবীর কাছাকাছি কক্ষপথে ধ্বংসস্তুপের একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের অস্তিত্ব বিপন্ন হবে।