র্ধম ও জীবনঃ
হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা।
শনিবার দুপুর দেড়টায় সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।
বিমানবন্দরের তথ্যকেন্দ্র জানিয়েছে, শনিবার সৌদি এয়ারলাইন্সের তিনটি ফ্লাইটে এবং বাংলাদেশ বিমানের ১টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরছেন।
জানা গেছে, জেদ্দা থেকে ছেড়ে আসা সৌদি এয়ারলাইন্সের এসভি-৮১০ ফ্লাইটটি দুপুর ১টা ৩০ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে। এই ফ্লাইটে মোট ৫৬০ জন যাত্রী ছিল। এর মধ্যে ৪০০ জন ছিল হাজি। বিমানবন্দরে দুটি আগমনী টার্মিনাল দিয়ে হাজিরা বের হয়ে আসেন।