খেলাধূলা ডেস্কঃ
প্রায় নয় মাস পর আর্জেন্টিনা দলে ফিরলেও হতাশা পিছু ছাড়লো না কিংবদন্তী লিওনেল মেসির। শুক্রবার রাতের ম্যাচের ভেনেজুয়েলার কাছে ৩-১ ব্যবধানে পরাজয়ের পর ইনজুরি নিয়ে নিজেও ছিটকে পড়লেন স্কোয়াড থেকে। এরফলে এই সপ্তাহেই অনুষ্ঠিতব্য মরক্কোর বিপক্ষে ম্যাচে খেলা হচ্ছে না এই বার্সেলোনা সুপার স্টারের।
ভেনেজুয়েলার বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলেছেন লিওনেল মেসি। তবে ম্যাচ শেষে এক আকস্মিক ঘোষণা আর্জেন্টিনার ফুটবল কর্তৃপক্ষ জানায়, কুচকিতে ইনজুরির কারণে আগামী ২৭ তারিখ মরক্কোর বিপক্ষে দলের থাকছেন না অধিনায়ক।
এর আগে রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন লিওনেল মেসি। সেই ম্যাচেও ৪-৩ ব্যবধানে পরাজয়ের স্বাদ পান এই কিংবদন্তী ফুটবলার।