হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনা উপজেলার আছাদপুর ইউনিয়নের বাসিন্দা ডিশ ব্যবসায়ী জহির প্রকাশ সালাহ উদ্দিন (২৮) খুনের ঘটনায় হোমনা থানায় হত্যা মামলা হয়েছে। নিহতের বড় বোন মোসা. পারুল আক্তার বাদী হয়ে গতকাল শুক্রবার রাতে এ মামলা করেন। এতে আছাদপুর ইউপি চেয়ারম্যান মো. জালাল উদ্দিন পাঠান ও তার ভাতিজা গত ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হওয়া মো. মোকবল পাঠানসহ এজাহার নামীয় ২৩ জন ও অজ্ঞাত নামা আরও ১৫ জনকে আসামী করা হয়েছে।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত জহির প্রকাশ সালাহ উদ্দিনের ময়না তদন্ত শেষে গতকাল শুক্রবার রাতে জানাজার নামায শেষে তাকে নিজ গ্রাম ঘনিয়ারচরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নিহত জহির প্রকাশ সালাহ উদ্দিন ঘনিয়ারচর গ্রামের মো. রেণু মিয়ার পুত্র।
মামলার এজহার ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় জহির প্রকাশ সালাহ উদ্দিন ওয়াইফাই লাইনের সংস্কার কাজ রাত ১৯.৩৫ টায় নিজ বাড়ি ফেরার পথে তেভাগিয়া বেইলি ব্রিজের ওপর একদল দুর্বৃত্ত বিগত ইউপি নির্বাচন নিয়ে পূর্ব বিরোধের এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্ধের কারণে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে মুমূর্ষ অবস্থায় সেখান থেকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে নেয়ার পরপরই রাত ১২ টার দিকে তিনি মারা যান।
নিহতের বোন পারুল আক্তার জানান, কারা তাকে হত্যা করেছে হাসপাতালের জরুরী বিভাগে নেয়ার পর তার নিহত ভাই তাদের নিকট সব বলে গেছেন এবং সেগুলো মোবাইলে রেকর্ড করা হয়েছে। পারুল আক্তারের অভিযোগ খুনিরা তার ভাইকে হত্যা করে রাতে এলাকায় এসে আতশ বাজি ফুটিয়ে আনন্দ ফুর্তি করে এবং বলতে থাকে এবার সব শেষ করে দিয়েছি। তিনি তার ভাইয়ের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, ডিশ ব্যবসায়ী হত্যায় থানায় মামলা হয়েছে। আসামী গ্রেফতারে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।