শামীম আহম্মেদ, মুরাদনগরঃ
বাংলাদেশ হেফাজতে ইসলামের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহকারী মহা-পরিচালক শাইখুল হাদীস হাফেজ জুনায়েদ বাবুনগরী বলেছেন, আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা:) এর নামে কটূক্তি করলে বিচার হয়না, অথচ সমাজের বিভিন্ন পেশাজীবীদের নামে কটূক্তি করলে মামলাসহ হয়রানীর শিকার হতে হয়।
এ ব্যাপারে আমাদেরকে আরো ঈমানী দায়িত্ব পালন করতে হবে। তিনি আরো বলেন, বাস্তব জীবনে আমাদেরকে শরীয়তের পাবন্ধী হলে পেরেশানীমুক্ত জীবনযাপন করা যাবে। তিনি কোরআন ও হাদীসের আলোকে ব্যাক্তি জীবনসহ ইসলামী সমাজ গঠন করার জন্য ছবকপ্রাপ্ত শিক্ষাথর্ীদের গভীর আহবান জানান।
হাফেজ জুনায়েদ বাবুনগরী বৃহস্পতিবার রাতে কুমিল্লার মুরাদনগর জামেয়া ইসলামিয়া মুজাফ্ফারুল উলুম ও সাইয়্যেদা রাশেদা আশ্রাফুন্নিছা মহিলা মাদরাসায় ১৪৪০-৪১ হিজরী সনের দাওরায়ে হাদীস ও হিফজ বিভাগের সমাপনী শিক্ষাথর্ীদের কুরআনে কারীম ও সহীহ বুখারী খতম উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়ার মাহফিলে বয়ান করতে গিয়ে এসব কথা বলেন।
অত্র জামিয়ার শাইখুল হাদীস আব্দুল লতিফের সভাপতিত্বে মাহফিলে আরো বয়ান করেন উজানী মাদরাসার শাইখুল হাদীস আব্দুর রহমান, কুমিল্লা আশরাফিয়া মাদরাসার মুহতামিম মুফতী সামছুল ইসলাম জিলানী, অত্র জামিয়ার মহা-পরিচালক শায়খুল হাদীস আমজাদ হোসাইন, নহল কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মাওলানা আতহার আলী নোমানী ও গজল শিল্পী হাফেজ আমিনুল ইসলাম প্রমুখ। মাহফিলটি উপস্থাপনা করেন মুফতী আতাউল হক ও মুফতী ওমর ফারুক।