ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

হাক্কানী শীর্ষ নেতা কারী বুরহান নিহত

 আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের লোগারে নিরাপত্তা বাহিনীর বিমান হামলায় কারী বুরহান নামে হাক্কানী জঙ্গিগ্রুপের এক শীর্ষনেতা নিহত হয়েছে। তার বিরুদ্ধে রাজধানী কাবুলে বেশ কয়েকটি বড় জঙ্গি হামলা পরিকল্পনা ও পরিচালনার প্রমাণ রয়েছে দেশটির গোয়েন্দা বিভাগের কাছে। লোগার প্রদেশের মোহাম্মদ আগা জেলায় নিরাপত্তা বাহিনীর একটি বিমান হামলায় শীর্ষ এই জঙ্গিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, জারগুন সাহর গ্রামে নিরাপত্তা বাহিনী শনিবার একটি বিমান হামলা পরিচালনা করে। এ হামলায় কারী বুরহানসহ বেশ কয়েকজন পাকিস্তানী ও আরবীয় জঙ্গি নিহত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, বুরহান কাবুলে পরিচালিত বেশ কয়েকটি বড় জঙ্গি হামলায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল। এছাড়া, বেশ কয়েকটি হামলার মূল পরিকল্পনাকারীও ছিল এই দুর্ধর্ষ জঙ্গিনেতা।

সূত্রমতে, কারী বুরহান ২০১৭ সালে কাবুলের জামুরিয়াত হাসপাতালে বড় ধরনের একটি হামলা চালিয়েছিল। সে ঘটনায় ১০৩ জন সাধারণ নাগরিক নিহত এবং ২৩৫ জন আহত হয়েছিলেন। এছাড়া ২০১১ সালে আবুল হক স্কয়ারে একটি সুউচ্চ ভবনেও একটি হামলার মূল পরিকল্পনাকারী ছিল সে।

২০১৫ সালে কাবুলে একটি গাড়িবোমা হামলার সাথেও তার জড়িত থাকার খবর জানা যায়। আলদুরজ শহরের সেই হামলায় অন্তত ৪০০ জন সাধারণ নাগরিক আহত হয়েছিলেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেয়া তথ্যমতে, তালেবানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কারী বুরহানের। এমনকি সে আত্মঘাতী বোমারুদের প্রশিক্ষণ দিয়ে গজনী ও লোগারে বিভিন্ন জঙ্গি মিশনে পাঠাত।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে কৃষক ও উদ্যোক্তাদের দিনব্যাপী কর্মশালা

হাক্কানী শীর্ষ নেতা কারী বুরহান নিহত

আপডেট সময় ০৪:০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯
 আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের লোগারে নিরাপত্তা বাহিনীর বিমান হামলায় কারী বুরহান নামে হাক্কানী জঙ্গিগ্রুপের এক শীর্ষনেতা নিহত হয়েছে। তার বিরুদ্ধে রাজধানী কাবুলে বেশ কয়েকটি বড় জঙ্গি হামলা পরিকল্পনা ও পরিচালনার প্রমাণ রয়েছে দেশটির গোয়েন্দা বিভাগের কাছে। লোগার প্রদেশের মোহাম্মদ আগা জেলায় নিরাপত্তা বাহিনীর একটি বিমান হামলায় শীর্ষ এই জঙ্গিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, জারগুন সাহর গ্রামে নিরাপত্তা বাহিনী শনিবার একটি বিমান হামলা পরিচালনা করে। এ হামলায় কারী বুরহানসহ বেশ কয়েকজন পাকিস্তানী ও আরবীয় জঙ্গি নিহত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, বুরহান কাবুলে পরিচালিত বেশ কয়েকটি বড় জঙ্গি হামলায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল। এছাড়া, বেশ কয়েকটি হামলার মূল পরিকল্পনাকারীও ছিল এই দুর্ধর্ষ জঙ্গিনেতা।

সূত্রমতে, কারী বুরহান ২০১৭ সালে কাবুলের জামুরিয়াত হাসপাতালে বড় ধরনের একটি হামলা চালিয়েছিল। সে ঘটনায় ১০৩ জন সাধারণ নাগরিক নিহত এবং ২৩৫ জন আহত হয়েছিলেন। এছাড়া ২০১১ সালে আবুল হক স্কয়ারে একটি সুউচ্চ ভবনেও একটি হামলার মূল পরিকল্পনাকারী ছিল সে।

২০১৫ সালে কাবুলে একটি গাড়িবোমা হামলার সাথেও তার জড়িত থাকার খবর জানা যায়। আলদুরজ শহরের সেই হামলায় অন্তত ৪০০ জন সাধারণ নাগরিক আহত হয়েছিলেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেয়া তথ্যমতে, তালেবানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কারী বুরহানের। এমনকি সে আত্মঘাতী বোমারুদের প্রশিক্ষণ দিয়ে গজনী ও লোগারে বিভিন্ন জঙ্গি মিশনে পাঠাত।