ধর্ম ও জীবন ডেস্কঃ
পবিত্র রমযানের শেষ দশকে এতেকাফ করতে আসা হাজার হাজার মুসল্লির যিকির-আযকারে মুখরিত হয়ে উঠছে মুসলিম উম্মাহর প্রথম কিবলা হিসেবে খ্যাত ফিলিস্তিনের পবিত্র মসজিদ আল-আকসা ও তার বিস্তৃত প্রাঙ্গণ।
ফিলিস্তিনি ধর্মমন্ত্রণালয়ের পক্ষ থেকে রমযানের শেষ দশকে মুসল্লিদের জন্য ‘বাবুল ইতেকাফ’ খুলে দেওয়ার ঘোষণা আসার পর থেকেই আল-আকসায় ধর্মপ্রাণ মুসল্লিদের ভীড় উল্লেখযোগ্য সংখ্যক হারে বৃদ্ধি পেয়েছে।
বিশ রমযান সূর্যাস্তের আগে ইতেকাফকারী মুসল্লিদের সংখ্যা আরো বাড়বে বলে আশা করা হচ্ছে। তাছাড়া, গত ২৫ মে রাতে তারাবীর নামাজ আদায় করতে হাজির হয়েছিলেন হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি।
প্রসঙ্গত, পবিত্র মসজিদ আল-আকসায় ফিলিস্তিন ছাড়াও বিশ্বের নানাপ্রান্তের মানুষ এসে ইতেকাফ আদায় করতে ভালোবাসেন। এটি মুসলমানদের প্রথম কিবলা। মর্যাদা বিবেচনায় হারামাইন শরীফের পরেই এর অবস্থান।