বিনোদন ডেস্কঃ
সম্প্রতি ফোন হ্যাকের শিকার হয়েছেন জনপ্রিয় তামিল অভিনেত্রী হানসিকা মাতওয়ানী। হ্যাকিংয়ের পর ফোনে থাকা একান্ত ব্যাক্তিগত কিছু ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মঙ্গলবার (২২ জানুয়ারি) ফোন হ্যাকিংয়ের শিকার হন এই অভিনেত্রী। হ্যাকিংয়ের প্রায় ২৪ ঘন্টা পর পুরো বিষয়টি টুইটারে জানান তিনি।
এখনো ফোন হ্যাক হওয়ার জন্য কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি হানসিকা। হ্যাকিং থেকে মুক্তি পাওয়ার জন্য নিজের টিমের ওপরই প্রাথমিক ভাবে ভরসা করছেন এই অভিনেত্রী। তবে বলিউডে এরকম ফোন হ্যাকিংয়ের ঘটনা নতুন নয়। এর আগেও বহু তারকার ফোন হ্যাক হয়েছে। এভাবেই ব্যক্তিগত মুহূর্তের নানা ছবি ভাইরাল হইয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
২০০৭ সালে বলিউডে নিজের যাত্রা শুরু করেন হানসিকা। তিনি মূলত তামিল সিনেমায় অভিনয় করলেও তেলুগু, মালয়ালম এবং হিন্দি ছবিতেও তার প্রশংসনীয় অভিনয় দেখেছেন দর্শকরা। এছাড়াও বহু সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন এই অভিনেত্রী।