ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

হিমেশের সঙ্গে ফের নতুন গান রেকর্ড করলেন রানু

বিনোদন ডেস্ক:

ফের উঠে এলেন খবরের শিরোনামে রানু মণ্ডল। হিমেশ রেশমিয়ার সঙ্গে ‘তেরি মেরি কাহানি’র পর কোমরে শাড়ি পেঁচিয়ে ‘আদত’ নামে ফের একটি গান রেকর্ড করলেন রানু। ইতিমধ্যেই রানুর সেই গানের প্রথমাংশ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন হিমেশ রেশমিয়া।

এদিকে হিমেশ রেশমিয়ার সিনেমায় গানের পর সালমান খানের ‘দাবাং থ্রি’ তে এবার রানু মণ্ডলকে গানের প্রস্তাব দেওয়া হয় বলে গুঞ্জন উঠেছে। সেই সঙ্গে রানুকে এবারের বিগ বসের সিজনে আমন্ত্রণ জানানো হয়েছে বলে শোনা যাচ্ছে। যদিও শোয়ের নির্মাতারা এখনো এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

হিমেশের সঙ্গে ফের নতুন গান রেকর্ড করলেন রানু

অন্যদিকে বলিউডের পরিচালক, অভিনেতা ফিরোজ খানের বাড়িতে পরিচারিকার কাজ করতেন বলে একটি সংবাদমাধ্যমের সাক্ষাতকারে জানান রানু মণ্ডল। ফিরোজ খান, তার ছেলে ফারদিন খান এবং ভাই সঞ্জয় খানের দেখভাল করতেন বলেও জানান রানু।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ

হিমেশের সঙ্গে ফের নতুন গান রেকর্ড করলেন রানু

আপডেট সময় ০১:৫৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯
বিনোদন ডেস্ক:

ফের উঠে এলেন খবরের শিরোনামে রানু মণ্ডল। হিমেশ রেশমিয়ার সঙ্গে ‘তেরি মেরি কাহানি’র পর কোমরে শাড়ি পেঁচিয়ে ‘আদত’ নামে ফের একটি গান রেকর্ড করলেন রানু। ইতিমধ্যেই রানুর সেই গানের প্রথমাংশ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন হিমেশ রেশমিয়া।

এদিকে হিমেশ রেশমিয়ার সিনেমায় গানের পর সালমান খানের ‘দাবাং থ্রি’ তে এবার রানু মণ্ডলকে গানের প্রস্তাব দেওয়া হয় বলে গুঞ্জন উঠেছে। সেই সঙ্গে রানুকে এবারের বিগ বসের সিজনে আমন্ত্রণ জানানো হয়েছে বলে শোনা যাচ্ছে। যদিও শোয়ের নির্মাতারা এখনো এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

হিমেশের সঙ্গে ফের নতুন গান রেকর্ড করলেন রানু

অন্যদিকে বলিউডের পরিচালক, অভিনেতা ফিরোজ খানের বাড়িতে পরিচারিকার কাজ করতেন বলে একটি সংবাদমাধ্যমের সাক্ষাতকারে জানান রানু মণ্ডল। ফিরোজ খান, তার ছেলে ফারদিন খান এবং ভাই সঞ্জয় খানের দেখভাল করতেন বলেও জানান রানু।